Icc Test Rankings: বিরাটের সময় খারাপ! কোহলিকে টপকে এখন ভারতের এক নম্বর টেস্ট ব্যাটসম্যান রোহিত
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Icc Test Rankings: বিরাটের এখন সময় খারাপ। টেস্ট ক্রিকেটে ভারতীয় অধিনায়ককে টপকে গেলেন হিটম্যান।
advertisement
1/5

৫১টি ইনিংসে তাঁর কোনও সেঞ্চুরি নেই। বিরাট কোহলির ফর্ম নিয়ে এখন চারপাশে সমালোচনা তুঙ্গে। ২০১৪-র পর হয়তো এতটা খারাপ ফর্ম দেখেননি কোহলি। ইংল্যান্ডের মাটিতেও লাগাতার ফ্লপ ভারতীয় অধিনায়ক। টেস্ট সিরিজে বড় রানের দেখা পাচ্ছেন না।
advertisement
2/5
আইসিসির সদ্য প্রকাশিত টেস্ট ব়্যাঙ্কিংয়ে রোহিত শর্মা এখন বিশ্বের পাঁচ নম্বর টেস্ট ব্যাটসম্য়ান। বিরাট কোহলি পিছলে গেলেন ৬ নম্বরে। অর্থাত্, এখন ভারতের এক নম্বর টেস্ট ব্যাটসম্য়ান রোহিত শর্মা। যিনি কি না আসলে সীমিত ওভারে ক্রিকেটের সম্রাট।
advertisement
3/5
রোহিত শর্মার রেটিং পয়েন্ট ৭৭৩। অন্যদিকে কোহলির ৭৬৬। টেস্ট ক্রিকেটের প্রথম দশ জন ব্য়াটসম্যানের মধ্যে রোহিত ও বিরাট ছাড়া আর কোনও ভারতীয় ব্যাটসম্যান নেই।
advertisement
4/5
ঋষভ পন্থ এই টেস্ট ব়্যাঙ্কিং-এ ১২ নম্বরে রয়েছেন। ছিলেন সাতে। লিডস টেস্টের দ্বিতীয় ইনিংসে অল্পের জন্য সেঞ্চুরি করতে পারেননি চেতেশ্বর পুজারা। তিনি এখন রয়েছেন ১৫ নম্বরে। অজিঙ্ক রাহানে রয়েছেন ১৮ নম্বরে।
advertisement
5/5
৯১৫ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট ক্রিকেটের এক নম্বর ব্যাটসম্যান জো রুট। দুইয়ে কেন উইলিয়ামসন। রেটিং পয়েন্ট ৯০১। ৮৯১ পয়েন্ট নিয়ে তিনে স্টিভ স্মিথ।