TRENDING:

Rohit Sharma: টিম ইন্ডিয়ার তারকার বোনের সঙ্গে প্রেম রোহিতের! দাদার হুমকি হিটম্যানকে! তারপর যা ঘটে

Last Updated:
Happy Birthday Rohit Sharma: ৩০ এপ্রিল ভারতীয় দলের অদিনায়ক রোহিত শর্মার জন্মদিন। ৩৮-এর হলেন হিটম্যান। ফ্যানেদের শুভেচ্ছার জোয়ারে ভাসছেন মহাতারকা। জন্মদিনে জানুন রোহিতের অজানা কাহিনি।
advertisement
1/6
টিম ইন্ডিয়ার তারকার বোনের সঙ্গে প্রেম রোহিতের! দাদার হুমকি হিটম্যানকে! তারপর যা ঘটে
৩০ এপ্রিল ভারতীয় দলের অদিনায়ক রোহিত শর্মার জন্মদিন। ৩৮-এর হলেন হিটম্যান। ফ্যানেদের শুভেচ্ছার জোয়ারে ভাসছেন মহাতারকা। সতীর্থদের পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড ও মুম্বই ইন্ডিয়ান্সও। দীর্ঘ সময় ক্রিকেট খেলের পরও প্রিয় তারকার ব্যক্তিগত জীবন নিয়ে জানার কৌতুহল কমেনি ফ্যানেদের। জন্মদিনে এই প্রতিবেদনে এমন একটি তথ্য তুলে ধরব যা অনেকের অজানা।
advertisement
2/6
ভারতীয় দলের প্রাক্তন তারকা ক্রিকেটার যুবরাজ সিংয়েক বোনের প্রেমে পড়েছিলেন রোহিত শর্মা। এমনকী যুবরাজ রোহিতকে হুমকি দিয়েছিল বলেও শোনা যায়। পরে যা হয়েছিল তা সকলেরই জানা। ভারতী তথা বিশ্ব ক্রিকেটে এমন অনেক ঘটনাই থাকে যা সহজে প্রকাশ্যে আসে না। আবার যেগুলি আসে তা সকলকে চমকে দেয়। তেমন একটি ঘটনা হল রোহিত শর্মা ও যুবরাজ সিংয়ের বিবাদ।
advertisement
3/6
আমরা সকলেই জানি যে রোহিত শর্মার স্ত্রী ঋতিকা সাজদে। কিন্তু এই তথ্যটা আমাদের অনেকেরই অজানা তিনি যুবরাজ সিংয়ের বোন হন। বিয়ের আগে নিজের বোনের থেকে রোহিত শর্মাকে দূরে থাকার জন্য একবার হুমকি দিয়েছিলেন যুবরাজ সিং। ঋতিকা সাজদে স্পোর্টস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন। কাজের সূত্রেই আলাপ হয়েছিল যুবরাজ সিংয়ের সঙ্গে। পরবর্তীতে দুজনের মধ্যে সম্পর্ক ভালো হয়। ঋতিকা রাখি বাঁধেন যুবরাজের হাতে। তারপর থেকেই ঋতিকা নিজের বোনের মত ভালবাসতেন যুবরাজ। ঋতিকা বোন বলেই ডাকতেন যুবরাজ সিং। ঋতিকার ভাল-মন্দ সব বিষয়ে খোঁজ খবরও রাখতেন যুবি।
advertisement
4/6
২০১৫ সালে চার হাত এক হয় রোহিত শর্মা ও ঋতিকা সাজদের। সেই সময় এক সাংবাদিক সম্মেলনে রোতি শর্মা জানিয়েছিলেন, যুবরাজ সিং তাকে একবার হুমকি দিয়েছিলেন ঋতিকার থেকে দূরে থাকার জন্য। যুবরাজের হুমকি শুনে সেই সময় রোহিত শর্মা প্রচন্ড রেগে যান এবং তাকে শান্ত করেন ঋতিকা। যদিও রোহিতের রাগ সহজে কমার ছিল না। সাময়িকভাবে যুবরাজের সঙ্গে মনমালিন্যও হয়েছিল রোহিতের।
advertisement
5/6
আসলে একটি শুটিংয়ের অনুষ্ঠানে কয়েকজন ক্রিকেটারকে আমন্ত্রণ করা হয়। ওই অনুষ্ঠান চলাকালীন রোহিত শর্মা ও ঋতিকা সাজদের আলাপ হয়। রোহিতের ভাল লেগে যায় রীতিকাকে। অনুষ্ঠানে রোহিত বারবার ঋতিকার দিকে ঘুরে ফিরে তাকাতে থাকে। পুরো বিষয়টি লক্ষ্য করেন যুবরাজ সিং এবং চটে যান। তিনি রোহিতের কাছে গিয়ে বলেন, “তার বোনের থেকে দূরে থাকার জন্য”।
advertisement
6/6
এটা শোনার পরে রোহিত রেগে গিয়ে ওই পার্টির অনুষ্ঠান থেকে বেরিয়ে আসতে চান আর তাকে কোনরকমে শান্ত করেন ওই ঋতিকাই। ওই পার্টি থেকেই তাদের সম্পর্কের সূত্রপাত হয়, এরপর ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। আর এই বন্ধুর সম্পর্ক থেকে হয় প্রেম,তারপর দুজন বিয়ে করার সিদ্ধান্ত নেন। কিন্তু যুবরাজের ব্যবহার নিয়ে ভিতরে ভিতরে রেগেই ছিলেন রোহিত শর্মা। তবে রোহিত পরে জানতে পেরেছিলেন যুবরাজ সেদিন তার সাথে নিছক মজাই করেছিলেন। পরে দুজনের মধ্যে সম্পর্ক ঠিক হয়ে যায়। এখনও রোহিত ও ঋতিকার পরিবারের সঙ্গে খুব ভাল সম্পর্ক রয়েছে যুবরাজ সিংয়ের।
বাংলা খবর/ছবি/খেলা/
Rohit Sharma: টিম ইন্ডিয়ার তারকার বোনের সঙ্গে প্রেম রোহিতের! দাদার হুমকি হিটম্যানকে! তারপর যা ঘটে
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল