Rohit Sharma Net Worth: রোহিত শর্মার আয় ও মোট সম্পত্তি কত? টাকার অঙ্ক জানলে আকাশ থেকে পড়বেন
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Rohit Sharma Net Worth: টি-২০ বিশ্বকাপ জয়ের পর থেকেই রোহিত শর্মার ব্যক্তিগত জীবন নিয়েও ফ্য়ানেদের জানার কোনও শেষ নেই। এই প্রতিবেদনে তুলে ধরা হল রোহিত শর্মার সম্পত্তির পরিমাণ।
advertisement
1/6

রোহিত শর্মার নেতৃত্বে কেটেছে ভারতের আইসিসি ট্রফির খরা। ১৭ বছর পর দেশকে টি-২০ বিশ্বকাপ ও ১১ বছর পর আইসিসি ট্রফি উপহার দিয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। কপিল দেব, এমএস ধোনিদের সঙ্গে এখন উচ্চারিত হয় রোহিতের নাম।
advertisement
2/6
টি-২০ বিশ্বকাপ জয়ের পর থেকেই রোহিত শর্মাকে নিয়ে ফ্যানেদের কৌতুহল আগের থেকে অনেক বেড়ে গিয়েছে। হিটম্যানের ব্যক্তিগত জীবন নিয়েও ফ্য়ানেদের জানার কোনও শেষ নেই। এই প্রতিবেদনে তুলে ধরা হল রোহিত শর্মার সম্পত্তির পরিমাণ।
advertisement
3/6
ক্রিকেট খেলার পাশাপাশি রোহিত শর্মার একাধিক ব্র্যান্ড প্রমোশন এবং রিয়েল এস্টেট কোম্পানিতেও বিনিয়োগ রয়েছে। বর্তমানে আইপিএল থেকে বছরে ১৬ কোটি, ভারতীয় দল থেকে বছরে ৭ কোটি ও ম্যাচ পিছু টাকা উপার্জন করে থাকেন রোহিত।
advertisement
4/6
এর পাশাপাশি ব্র্যান্ড প্রমোশন ও ব্যবসার টাকা আলাদ রোজগার করেন রোহিত শর্মা। সব মিলিয়ে রোহিত শর্মার সম্পত্তির পরিমাণ জানলে আপনি অবাক হয়ে যাবেন। The Financial Express-র তথ্য অনুযায়ী রোহিত শর্মার মোট সম্পত্তি ২১৪ কোটি টাকা।
advertisement
5/6
মুম্বইয়ের অভিজাত এলাকায় বিলাস বহুল ফ্ল্যাট রয়েছে রোহিত শর্মা। ২৯ তলার উপর রোহিতের ফ্ল্যাট প্রাসাদ বললেও কম হবে। যার আনুমানিক মূল্য প্রায় ৩০ কোটি টাকা। এছাড়া লোনাভালাতেও ৫.২৫ কোটি টাকার আরও একটি ফ্ল্যাট রয়েছে রোহিতের।
advertisement
6/6
ভারতীয় দলের অধিনায়কের গ্যারাজে রয়েছে একের পর এক বিলাসবহুল গাড়ি। যার মধ্যে রয়েছে ল্যাম্বোরগিনি উরুস, মার্সিডিজ-বেনজ এবং হায়াভুসার মতো বাইকও। প্রতি মাসে রোহিত শর্মা ১.২ কোটি টাকা উপার্জন করেন। এর বাইরেও রোহিতের রয়েছে একাধিক নামি-দামি জিনিস।