ICC Champions Trophy 2025: অবসরের দিন ঠিক করে ফেলেছেন রোহিত শর্মা! চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় আপডেট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Rohit Sharma Retirement: অস্ট্রেলিয়া সফর থেকেই রোহিত শর্মার কেরিয়ার নিয়ে জল্পনা শুরু হয়েছিল। তবে সিডনিতে শেষ টেস্টে রোহিত অবসরের জল্পনা উড়িয়ে দিয়েছিল। কিন্তু রোহিত মুখে বললেও আসল সিদ্ধান্ত যে বোর্ডের হাতে তা সকলের জানা ছিল।
advertisement
1/6

অস্ট্রেলিয়া সফর থেকেই রোহিত শর্মার কেরিয়ার নিয়ে জল্পনা শুরু হয়েছিল। তবে সিডনিতে শেষ টেস্টে রোহিত অবসরের জল্পনা উড়িয়ে দিয়েছিল। কিন্তু রোহিত মুখে বললেও আসল সিদ্ধান্ত যে বোর্ডের হাতে তা সকলের জানা ছিল।
advertisement
2/6
অস্ট্রেলিয়া সফরে চূড়ান্ত বর্থতার পর রোহিত শর্মার সঙ্গে রিভিউ মিটিংয়ে বসেন বিসিসিআই কর্তারা। সেখানে রোহিতের কেরিয়ারের ভবিষ্যত নিয়েও আলোচনা হয়। জানা গিয়ছিল, রোহিত পরিষ্কার বোর্ডকে জানিয়ে দিয়েছে আর কিছু মাস তিনি অধিনায়কত্ব করবেন ভারতীয় দলের।
advertisement
3/6
এছাড়া রোহিত বোর্ডকে নতুন অধিনায়কের খোঁজ শুরু করে দেওয়ার কথাও সাফ জানিয়ে দিয়েছেন। একইসঙ্গে বোর্ড যাকে অধিনায়ক নির্বাচন করবে তাঁকে পূর্ণ সমর্থন দেবেন বলেও জানিয়েছেন বর্তমান ভারত অধিনায়ক।
advertisement
4/6
এরইমধ্যে সামনে আসছে আরও এক বড় খবর। এক সংবাদপত্রের রিপোর্টে দাবি করা হয়েছে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন রোহিত। চ্যাম্পিয়ন্স ট্রফির পরই ক্রিকেটকে বিদায় জানাতে পারেন রোহিত শর্মা।
advertisement
5/6
১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। ভারতীয় দল এখও ঘোষণা না হলেও রোহিত শর্মার নেতৃত্বেই যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন টিম ইন্ডিয়া তা নিয়ে কোনও সন্দেহ নেই। আরও একটি আইসিসি ট্রফি জয়ের লক্ষ্যে ঝাঁপাবেন হিটম্যান।
advertisement
6/6
চ্যাম্পিয়ান্স ট্রফির পর ভারতীয় দল জুন মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেলে ইংল্যান্ড সফরে যাবে। সেই সফরে রোহিতের না থাকাটা প্রায় পাকা। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, সেই কারণেই হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির পরই অবসর নিতে পারেন রোহিত শর্মা।