Rohit Sharma: বিশ্বকাপের আগেই টেস্ট অধিনায়কত্ব হারাবেন রোহিত শর্মা? হিটম্যানের ভবিষ্যৎ নিয়ে জল্পনা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Rohit Sharma: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পর প্রশ্নের উঠেছে রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে রোহিতের অধিনায়কত্বে অনেক বেশি নেতিবাচক দিক ছিল। এছাড়া রোহিত শর্মার ফর্ম নিয়েও উঠেছে প্রশ্ন।
advertisement
1/6

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পর প্রশ্নের উঠেছে রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়ে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে রোহিতের অধিনায়কত্বে অনেক বেশি নেতিবাচক দিক ছিল। এছাড়া রোহিত শর্মার ফর্ম নিয়েও উঠেছে প্রশ্ন।
advertisement
2/6
এই পরিস্থিতিতে রোহিত শর্মার অধিনায়কত্বে কি খুব শীঘ্রই কোপ পড়তে চলেছে তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। ১২ জুলাই থেকে শুরু হতে চলা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজই কী রোহিতের অগ্নিপরীক্ষা হতে চলেছে তা নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে চলছে আলোচনা।
advertisement
3/6
তবে বিসিসিআইয়ের কিন্তু এখনও রোহিত শর্মার প্রতি মোহভঙ্গ হয়নি। তবে ২০২৫ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্যন্ত রোহিত শর্মা অধিনায়ক থাকবেন কিনা সেই বিষয়ে এখনও কোনও নিশ্চয়তাও পাওয়া যায়নি।
advertisement
4/6
সূত্রের খবর, রোহিতকে নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিতে চাইছে না বিসিসিআই। কারণ ওয়েস্ট ইন্ডিজ সফরের পর ডিসেম্বরের আগে আর কোনও টেস্ট সিরিজ নেই ভারতের। আর এখনই কোন ও সিদ্ধান্ত নিলে নতুন অধিনায়কের নাম ঘোষণা করতে হবে। তা চাইছে না বোর্ড।
advertisement
5/6
পাশাপাশি শুধু অধিনায়ক নয়, বেশ কিছু সময় ধরে ব্যাটেও রানের খরা রোহিত শর্মার। শেষ সাত ইনিংসে নেই কোনও অর্ধশতরান। ফলে রোহিতের শুধু অধিনায়কত্ব নয়, দলে জায়গা ধরে রাখা নিয়েও রয়েছে জল্পনা। তবে সব কিছুর জন্য বিশ্বকাপের পর পর্যন্ত বিসিসিআই অপেক্ষা করতে চাইছে।
advertisement
6/6
এই মুহূর্ত কোনও সিদ্ধান্ত নিলে তা রোহিতোর উপর আরও চাপ বাড়াবে। সামনেই রয়েছে এশিয়া কাপ ও একদিনের ক্রিকেট বিশ্বকাপের মত প্রতিযোগিত। ফলে সেখানে রোহিতের যাতে সেরাটা দিতে পারে তার জন্য কোনও কঠোর সিদ্ধান্কের পথে এখনই যাবে না বোর্ড।