TRENDING:

IPL 2022 এ চরম ফ্লপ শো, কিন্তু কি বউয়ের আদিখ্যেতা সোহাগে মাখোমাখো জন্মদিন রোহিতের

Last Updated:
Rohit Sharma Birthday: রোহিত ও রিতিকার প্রেমও খুবই মাখোমাখো, ফ্যামিলিম্যান রোহিতের না দেখা অ্যালবাম
advertisement
1/7
চরম ফ্লপ শো, কিন্তু কি বউয়ের আদিখ্যেতা সোহাগে মাখোমাখো জন্মদিন রোহিতের
IPL 2022 চলছে৷ অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মার আজ ৩৫ তম জন্মদিন৷ তাঁর জন্য মরশুম মোটেই ভাল কাটেনি৷ কিন্তু তাঁর জন্মদিনকে বিশেষ বানানোর জন্য কসুর করছেন না তাঁর ফ্যানরা ও পরিবারের মানুষজন৷ তাঁর স্ত্রী রিতিকা সজদে তাঁর স্বামীর জন্মদিনকে বিশেষ করে তুলেছেন৷ ইনস্টাগ্রামে বিশেষ কিছু মুহূ্র্তের ছবি পোস্ট করেছেন৷ যেখানে একেবারে অন্যরকম কিছু ছবি দেখা যাচ্ছে৷ রিতিকার শেয়ার করা ছবিগুলি মানুষজন পছন্দ করছেন এবং তা ভাইরাল হচ্ছে৷ (Ritika Sajdeh Instagram)
advertisement
2/7
রিতিকা রোহিত শর্মার সঙ্গে নিজের ছবি শেয়ার করেছেন৷ সেখানেই তিনি রোহিতকে শুভেচ্ছা জানিয়েছেন৷ নিজের বার্তায় তিনি লিখেছেন , ‘‘জন্মদিনের শুভেচ্ছা স্যামি আর আমি তোমায় খুব ভালবাসি৷ আমাদের হাকুনা মাতাতা হওয়ার জন্য ধন্যবাদ৷’’ এই ভাবুক মেসেজের সঙ্গে তিনি অনেকগুলি ছবি পোস্ট করেছেন৷ সেই গুলিতে পরিবারের সঙ্গে রোহিতকে দেখা গেছে৷ (Ritika sajdeh instagram)
advertisement
3/7
রোহিতের পরিবারের সঙ্গে ছবি মানুষদের খুবই পছন্দ হচ্ছে৷ ৩ লক্ষের বেশি মানুষ এই ছবিগুলি লাইক করেছেন৷ যুবরাজ সিং টিম ইন্ডিয়ার অধিনায়ককে শুভেচ্ছা জানিয়েছেন৷ ফ্যানরা হিটম্যানকেও শুভেচ্ছা জানিয়েছেন৷ (Ritika sajdeh instagram)
advertisement
4/7
রিতিকা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ছবি শেয়ার করেছেন সেখানে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতেও রোহিত শর্মাকে দেখা যাচ্ছে৷ তাঁদের সামনে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিও দেখা যাচ্ছে৷ (Ritika sajdeh instagram)
advertisement
5/7
আইপিএল চলছে বলে রোহিত শর্মার জন্মদিনে অনেকেই মুম্বই ইন্ডিয়ান্সের হ্যান্ডেলেও শুভেচ্ছা জানিয়েছে৷ সেখানে বিরাট কোহলি, বিসিসিআই, দিল্লি ক্যাপিটাল্স, টিম ইন্ডিয়ার অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন৷ (Mumbai Indians instagram)
advertisement
6/7
রিতিকা লম্বা সময় ধরে রোহিতের ম্যানেজার ছিলেন৷ তাঁর স্পোর্টস কন্ট্র্যাক্ট দেখতেন৷ ২০১৫ তে বিয়ে করার আগে লম্বা সময় একে অপরকে ডেটও করেন তিনি৷ (Ritika sajdeh instagram)
advertisement
7/7
রোহিত ২০০৬ তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক করেন৷ এখনও অবধি তিনি ৪৫ টি টেস্ট, ২৩০ টি ওয়ানডে, ১২৫ টি টিয়োন্টি ম্যাচ খেলেছেন৷ (Ritika sajdeh instagram)
বাংলা খবর/ছবি/খেলা/
IPL 2022 এ চরম ফ্লপ শো, কিন্তু কি বউয়ের আদিখ্যেতা সোহাগে মাখোমাখো জন্মদিন রোহিতের
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল