Rohit Sharma Birthday: জন্মদিনে রোহিতকে আদরে ভরিয়ে দিলেন রীতিকা, ভাইরাল ছবি ও স্পেশাল ম্যাসেজ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Rohit Sharma Birthday: ৩০ জুলাই নিজের ৩৬ তম জন্মদিন পালন করছেন রোহিত শর্মা। জন্মদিনে রাত থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন রোহিত শর্মা। বিসিসিআই , আইসিসি, মুম্বই ইন্ডিয়ান্স দলের তরফ থেকেও শুভেচ্ছা জানানো হয়েছে রোহিতের জন্মদিনে।
advertisement
1/6

আইপিএলের মাঝেই নিজের ৩৬ তম জন্মদিন পালন করছেন রোহিত শর্মা। জন্মদিনে রাত থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন টিম ইন্ডিয়া তথা মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক।
advertisement
2/6
বিসিসিআই, আইসিসি, মুম্বই ইন্ডিয়ান্স দলের তরফ থেকেও শুভেচ্ছা জানানো হয়েছে রোহিতের জন্মদিনে। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবেও ১০ বছর পূর্ণ করলেন রোহিত।
advertisement
3/6
প্রতিবার রোহিত শর্মার জন্মদিনে স্ত্রী রীতিকা সাজদেহ কোনও কোনও না স্পেশাল ম্যাসেজ দিয়ে থাকেন। এবার মনের মানুষকে কীভেব শুভেচ্ছা জানান রীতিকা তা দেখার অপেক্ষায় ছিল নেটিজেনরা।
advertisement
4/6
রীতিকা নিজের ইনস্টগ্রাম পোস্টে ভালোবাসা ও আদরে ভরিয়ে দিয়েছেন রোহিত শর্মাকে। সঙ্গে রোহিত শর্মার দুটি ও মেয়ে সামাইরাকে রোহিত-রীতিকার চুমু খাওয়ার একটি ছবি শেয়ার করেন।
advertisement
5/6
ক্যাপশেন রীতিকা লেখেন,'বিশ্বে আমার সবথেকে প্রিয় মানুষটির জন্মদিন। আমার পথপ্রদর্শক, আমার আলো, আমার সেরা বন্ধু, যে ব্যক্তি আমাকে বিশ্বের অন্য কারও থেকে বেশি হাসায় এবং আমার চিরন্তন ভ্রমণের বন্ধু। আমরা তোমাকে ভালোবাসি।'
advertisement
6/6
জন্মদিন উপলক্ষ্যে শনিবার রাতেই পার্টি দিয়েছিলেন রোহিত শর্মা। সেখানে সস্ত্রীক উপস্থিত ছিলেন হিটম্যান। মুম্বই ইন্ডিয়ান্স দলের সব খেলোয়াড় রোহিতের পার্টিতে অংশ নেন। নাচে-গানে মেতে ওঠেন সকলে।