Rohit Sharma marriage anniversary : ষষ্ঠ বিবাহ বার্ষিকী রোহিত - রিতিকার, শুভেচ্ছা, আবেগে ভাসলেন দুজনে
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Rohit Sharma and Ritika Sajdeh marriage anniversary. দেখতে দেখতে বছর ছয়েক পার। ২০১৫ সালে আজকের দিনেই বিয়ে হয়েছিল রোহিত শর্মার। রিতিকা তার জীবন সঙ্গিনী
advertisement
1/6

প্রথমে রোহিত শর্মার ম্যানেজার ছিলেন রিতিকা। প্রথমে পেশাদারী সম্পর্ক। তারপর বন্ধুত্ব থেকে প্রেম। সব শেষে বিয়ে। দুই পরিবারের সম্পর্ক মেনে নিতে অসুবিধের কারণ ছিল না।
advertisement
2/6
হানিমুনে ফ্রান্সের মোনাকোতে গিয়েছিলেন রোহিত। তবে বিয়ের বেশ কিছুদিন পরে। ভারতের হয়ে গুরুত্বপূর্ণ খেলা থাকায় সময় বের করতে পারেননি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি জ্বলজ্বল করছে।
advertisement
3/6
মেয়ে সামাইরা জন্মানোর পর থেকে কিছুদিন মাঠে আশা থেকে বিরতি নিয়েছিলেন রোহিতের স্ত্রী। কিন্তু মেয়ের কয়েক মাস বয়স থেকেই মাঠে আসতে শুরু করেন রিতিকা।
advertisement
4/6
সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ রোহিত এবং রিতিকাজ। মালদ্বীপে ছুটি কাটানোর সময় দুজনে একসঙ্গে ওয়ার্কআউট করেন। ফিট থাকতেই হয় রোহিতকে। রিতিকাও নিজের ফিটনেস নিয়ে বেশ সচেতন।
advertisement
5/6
অর্থ ভারতীয় ক্রিকেটারদের কাছে অঢেল রয়েছে। রোহিত শর্মা প্রচুর টাকার মালিক। ব্যক্তিগত বিমান ব্যবহার করে থাকেন ছুটি কাটাতে যাওয়ার সময়। কিন্তু অনেক জীবজন্তুর দায়িত্ব নিয়েছেন তিনি। শোনা যায় স্ত্রী রিতিকার থেকে অনুপ্রাণিত হয়ে গন্ডার বাঁচানোর প্রক্রিয়ায় সামিল হয়েছেন রোহিত।
advertisement
6/6
ভারতের জার্সি গায়ে মাঠে যেমন পেশাদার রোহিত শর্মা, তেমনই পুরোদস্তুর ফ্যামিলি ম্যান তিনি। মেয়ের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। পরিবারে থাকার সময় ক্রিকেট নিয়ে আলোচনা একেবারেই পছন্দ নয় টিম ইন্ডিয়ার একদিনের ক্রিকেটের নতুন অধিনায়কের। পুরো সময়টাই পরিবারের জন্য থাকে।