TRENDING:

Rohit Sharma Son Name Meaning: বিদেশ থেকে নয়, বিদেশি ভাষার থেকেও নয়, সংস্কৃত থেকে নেওয়া রোহিতের ছেলের নামে বাংলার ছোঁয়া, মানে জানলে মন ভরে যাবে

Last Updated:
Rohit Sharma Son Name Meaning: বাংলার ছেলেদের যে নাম হয় সেই ধরনের নাম রাখলেন রোহিত, খুশি সকলেই
advertisement
1/7
বিদেশি ভাষার থেকেও নয়, সংস্কৃত থেকে নেওয়া রোহিতের ছেলের নামে বাংলার ছোঁয়া
ক্রিকেট সুপারস্টার রোহিত শর্মা ও তাঁর স্ত্রী রিতিকা সজদেহ বাড়িতে খুশির আমেজ। ছোট ছেলের পরিবারে আসায় সেখানে এখন খুশির হাওয়া৷ ১ ডিসেম্বর রিতিকা তাঁর নবজাতক ছেলের নাম ঘোষণা করেছেন 'আহান'। বিরাট কোহলি এবং আনুশকা শর্মার ছেলে অকায়-র সঙ্গে এই নামের অনেক মিল। Photo- Collected
advertisement
2/7
রিতিকা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে বড়দিনের সাজের একটি সুন্দর ছবি শেয়ার করেছেন। এতে শর্মা পরিবারের একটি চতুর্থ জনকে নিয়ে একটি কার্টুন দেখানো হয়েছে, যেটিতে রোহিত শর্মা, রিতিকা এবং তাঁদের দুই সন্তান রয়েছে। এই কার্টুনে পরিবারের নাম লেখা থাকলেও তাদের পরিবারের নতুন সদস্যের নাম লেখা ছিল 'আহান'।
advertisement
3/7
আহান নামের অর্থ কি?'আহান' শব্দটি একদম শুদ্ধ সংস্কৃত শব্দ, যা ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম ভাষা।এই শব্দটি বাংলাতেও বহু ব্যবহৃত৷ বহু বাঙালি বাড়িতে দীর্ঘ সময় ধরেই আহান নামের প্রচলন রয়েছে৷ এই শব্দটির অর্থ 'দিন' বা 'ভোর' এবং এটিকে সূর্যোদয়, সকালের মহিমা বা শুভ ভোর হিসাবেও বলা হয় অনেক সময়েই।
advertisement
4/7
না কোনও উর্দু নাম বা বিদেশি ভাষার দ্বারস্থ হননি রোহিত ও তাঁর স্ত্রী৷ ভারতের সুপ্রাচীন সংস্কৃত থেকেই নিজের ছেলের নাম খুঁজে নিয়েছেন তাঁরা৷ একদিকে যেমন শব্দটির অর্থ ভোর তেমনিই  এটির আরও একটি মানে হল 'কোন কিছুর শুরু বা উত্থান'।
advertisement
5/7
'আহান' নামের মানুষেরা ক্যারিশম্যাটিক, আত্মবিশ্বাসী এবং বন্ধুত্বপূর্ণ স্বভাবের হন এমনটাই বলেন নাম বিশেষজ্ঞরা৷  বলা হয় এই নামের ব্যক্তিরা নিজেদের আকর্ষণে অন্যদের মুগ্ধ করার ক্ষমতা রাখেন। 'আহান' নামের লোকেরা বন্ধুত্বপূর্ণ প্রকৃতির এবং অন্যদের স্বাচ্ছন্দ্য বোধ করিয়ে থাকেন৷
advertisement
6/7
রিতিকা তাঁর প্রেগন্যান্সির কথা অনেকদিন ধরেই গোপন রেখেছিলেন। ছেলের জন্মের খবর প্রকাশ্যে আসতেই পরের দিন আনুষ্ঠানিকভাবে ছেলের জন্মের ঘোষণা দেন রোহিত।
advertisement
7/7
তিনি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি সুন্দর পোস্টার শেয়ার করেছিলেন, যাতে তাঁর, রিতিকার এবং সামাইরা এবং হবু সন্তানের কার্টুন ছিল। এই ফটোতে সুন্দর জিনিস ছিল যে সামাইরা তাঁর কোলে একটি ছোট শিশুকে ধরে ছিল।
বাংলা খবর/ছবি/খেলা/
Rohit Sharma Son Name Meaning: বিদেশ থেকে নয়, বিদেশি ভাষার থেকেও নয়, সংস্কৃত থেকে নেওয়া রোহিতের ছেলের নামে বাংলার ছোঁয়া, মানে জানলে মন ভরে যাবে
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল