Riyan Parag Audacity: ‘হট অনন্যা পান্ডে’-কে খুঁজে বিপদে পড়েছিলেন, এবার গ্রাউন্ড স্টাফদের সঙ্গে এ কী কদর্য ব্যবহার
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Riyan Parag Audacity: চারদিকে ছিঃ ছিঃ, মহিলাদের সম্মান করতে জানেন না, এবার দেখা গেল কাউকেই মর্যাদা দেন না, নইল যারা মাঠ বানায় তাঁদের সঙ্গে এই কাজ কে করে
advertisement
1/6

আইপিএল খেলছে তাঁর দল, সঞ্জু স্যামসন অধিনায়কের দায়িত্ব সামলাতে পারেননি, চোটের কারণে তিনি উইকেটকিপিং করতে পারছেন না, ফলে অধিনায়কের ব্যাটন এই মুহূর্তে রিয়ান পরাগের হাতে৷ কিন্তু তাঁর মাথায় ক্ষমতা উঠে নাচছে, নইলে এই কাণ্ড করতে পারেন, এভাবে ব্যবহার করতে পারেন গ্রাউন্ড স্টাফদের সঙ্গে৷
advertisement
2/6
এর আগে অনন্যা পান্ডে এবং সারা আলি খানের হট ফটো খুঁজেছিলেন এবং সেই সার্চ হিস্ট্রি পাবলিক হয়ে যাওয়ার সোশ্যাল মিডিয়ায় তুমুল গালি খেয়েছিলেন রিয়ান পরাগ৷ এবার আবার এক নয়া নক্কারজনক কাজে নিজেকে জড়িয়ে ফেললেন৷
advertisement
3/6
২০২৫ আইপিএল (IPL) টুর্নামেন্টে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) শেষপর্যন্ত প্রথম ম্য়াচে জয়লাভ করেছে। গুয়াহাটিতে আয়োজিত একটি রোমাঞ্চকর ম্য়াচে তারা চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দেয়। সঞ্জু স্য়ামসনের হালকা চোট থাকার কারণে এই ম্য়াচে তিনি রাজস্থানকে নেতৃত্ব দিতে পারেননি। তাঁর পরিবর্তে রয়্যালসবাহিনীকে নেতৃত্ব দেন রিয়ান পরাগ (Riyan Parag)। রাজস্থানের জয়ের কারণে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন রিয়ানও। Photo- X Video Grab
advertisement
4/6
তবে এই ম্যাচের শেষে রিয়ান পরাগের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিওটি দেখার পর ক্রিকেট সমর্থকরা রীতিমতো রেগে গিয়েছেন। মাঠকর্মীদের সঙ্গে রিয়ান এমন আচরণ করলেন যা কার্যত মেনে নেওয়া যায় না। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে নেমে চোট পেয়েছিলেন। আশা করা হচ্ছে, পরের ম্য়াচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে তিনি দলের নেতৃত্ব তুলে নেবেন। Photo- X Video Grab
advertisement
5/6
রিয়ান পরাগের ভিডিও ভাইরাল২০২৩ সাল থেকেই বাসরপাড়া ক্রিকেট স্টেডিয়ামকে দ্বিতীয় হোমগ্রাউন্ড করেছে রাজস্থান রয়্যালস। প্রথম হোমগ্রাউন্ড হল সাওয়াই মানসিংহ স্টেডিয়াম। চলতি মরশুমের প্রথম ২ ম্য়াচে অসমের রিয়ান পরাগকে এই দলের অধিনায়ক করা হয়েছিল। কিন্তু, গুয়াহাটিতে আয়োজিত প্রথম ম্য়াচে কলকাতার কাছে হেরে যায় রাজস্থান। যদিও দ্বিতীয় ম্য়াচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে তারা দুর্দান্ত কামব্য়াক করে। Photo- X Video Grab
advertisement
6/6
২০২৫ সালে গুয়াহাটি স্টেডিয়ামে এটাই রাজস্থানের শেষ ম্য়াচ ছিল। ম্য়াচের শেষে মাঠকর্মীরা রিয়ান পরাগের সঙ্গে সেলফি তুলতে আসেন। পরাগ খানিকটা ব্যাজার মুখেই তাঁদের সঙ্গে ছবি তোলেন। কিন্তু, ছবি তোলা হতে না হতেই মোবাইল ফোনটা মাঠ কর্মীদের দিকে অবহেলায় ছুঁড়ে দেন। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। পরাগের এমন আচরণ নিয়ে ইতিমধ্যে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। সমর্থকরা ক্লাস নিতে শুরু করেছেন রিয়ানের। Photo- X Video Grab