Rishabh Pant: শেষ ম্যাচে সেঞ্চুরি ঋষভ পন্থের, ভাইরাল এলএসজি অধিনায়কের সেলিব্রেশন
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Rishabh Pant: নিজের নাম ও দামের প্রতি মরশুমের শেষ ম্যাচে সুবিচার করলেন ঋষভ পন্থ। ব্যাটিংয়ে দুঃস্বপ্নের মত কেটেছে পন্থের গোটা আইপিএল। দলও বিদায় নিয়েছে প্লেঅফের আগে। গ্রুপের শেষ ম্যাচে সেঞ্চুরি করলেন ঋষভ।
advertisement
1/6

নিজের নাম ও দামের প্রতি মরশুমের শেষ ম্যাচে সুবিচার করলেন ঋষভ পন্থ। ব্যাটিংয়ে দুঃস্বপ্নের মত কেটেছে পন্থের গোটা আইপিএল। দলও বিদায় নিয়েছে প্লেঅফের আগে। গ্রুপের শেষ ম্যাচে সেঞ্চুরি করলেন ঋষভ। (Photo Courtesy- AP)
advertisement
2/6
মেগা নিলামে রেকর্ড ২৭ কোটি টাকা দিয়ে পন্থকে দলে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। কিন্তু সেই মত পারফরম্যান্স করতে পারছিলেন না। শেষ ম্যাচে ফ্যানেদের মুখে হাসি ফোটালেন পন্থ। (Photo Courtesy- AP)
advertisement
3/6
আরসিবির বিরুদ্ধে ৩ নম্বরে ব্যাটিং করতে নামেন তিনি। প্রথম থেকে মারকাটারি ব্যাটিং শুরু করেন তিনি। এদিন চেনা ছন্দে পাওয়া যায় তারকা উইকেটকিপার ব্যাটারকে। (Photo Courtesy- AP)
advertisement
4/6
একের পর এক চার-ছয়ের ফুলঝুরি ছোটান ঋষভ পন্থ। যে ফর্মে এদিন তিনি ব্যাট করেছেন মরশুমের কিছু ম্যাচে অন্তত করতে পারলে ফল এমন হত না এলএসজির। (Photo Courtesy- AP)
advertisement
5/6
৫৪ বলে নিজের সেঞ্চুরি পূরণ করেন ঋষভ পন্থ। শতরান করার পর পন্থের উচ্ছ্বাস ছিল দেখার মতন। মাঠই ডিগবাজি খান এলএসজি অধিনায়ক। অপর প্রান্তে দাঁড়িয়ে তা উপভোগ করেন পার্টনার নিকোলাস পুরান। (Photo Courtesy- AP)
advertisement
6/6
শতরানের পরেও পন্থের ব্যাট থামল না। অবশেষে ৬১ বলে ১১৮ রান করে অপরাজিত থাকলেন তিনি। ১১টা চার ও ৮টা ছক্কা বেরিয়ে এল তাঁর ব্যাট থেকে। পন্থ ও মিচেল মার্শের ৩৭ বলে ৬৭ রানের ইনিংসের সৌজন্যে ২২৭ রান করে এলএসজি। (Photo Courtesy- AP)