Rishabh Pant: মির্জাপুর-এর মুন্না ভাইয়া সাজলেন ঋষভ পন্থ! দিলেন সেই জনপ্রিয় ডায়ালগ
- Published by:Suman Majumder
Last Updated:
Rishabh Pant: মির্জাপুর ওয়েব সিরিজের জনপ্রিয় ডায়ালগ ঋষভ পন্থের মুখে!
advertisement
1/6

দুর্দান্ত ফর্মে রয়েছেন। সেঞ্চুরি করছেন। মাঠে তো বটেই, মাঠের বাইরেও স্পলাইটে রয়েছেন ঋষভ পন্থ।
advertisement
2/6
ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফর্ম করেছেন। ঋষভ পন্থ এখন জাতীয় দলের নির্বাচকদের নয়নের মণি। কোচ রাহুল দ্রাবিড়ও তাঁর উপর ভরসা করছেন।
advertisement
3/6
এদিন জনপ্রিয় ওয়েব সিরিজ মির্জাপুর-এর মুন্না ভাই সাজলেন পন্থ। দিলেন সেই জনপ্রিয় ডায়ালগ।
advertisement
4/6
পন্থ লিখলেন- অউর হম এক নয়া নিয়ম অ্য়াড কর রহে হ্যায়। মির্জাপুর কি গদ্দি পর বেহেঠনেওয়ালা কভি ভি নিয়ম বদল সকতা হ্যায়।
advertisement
5/6
ভারতীয় দলের নতুন পোস্টার বয় পন্থ। সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড অ্যাক্টিভ থাকেন তিনি।
advertisement
6/6
ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভারতীয় উইকেটকিপার ঋষভ পন্থ ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। এটি ছিল তাঁর ওয়ানডে কেরিয়ারের প্রথম সেঞ্চুরি।