TRENDING:

Rishabh Pant Injury: পায়ে চোট পেয়ে বাকি ম্যাচে অনিশ্চিত ঋষভ পন্থ ! তাঁর জায়গায় কি অন্য কেউ ব্যাট করতে পারবেন? রিপ্লেসমেন্টের নিয়মটা ঠিক কী?

Last Updated:
Rishabh Pant Foot Injury Updates: যন্ত্রণায় কাতরাতে থাকেন ঋষভ পন্থ। ফিজিও এসে জুতো খুলতেই দেখা যায়, বিপজ্জনকভাবে ফুলে গিয়েছে তাঁর ডান পায়ের পাতা। পায়ে হেঁটে মাঠ ছেড়ে বেরতেও পারেননি তিনি। মাঠের গাড়িতে চাপিয়ে বের করে নিয়ে যাওয়া হয় তাঁকে।
advertisement
1/8
পায়ে চোট পেয়ে বাকি ম্যাচে অনিশ্চিত ঋষভ পন্থ! তাঁর জায়গায় কি অন্য কেউ ব্যাট করতে পারবে?
ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্ট খেলতে নেমেছে ভারত ৷ এই টেস্টে হার মানেই সিরিজও খোয়াবে টিম ইন্ডিয়া ৷ ওল্ড ট্র্যাফোর্ডে ফের চোট পেলেন ঋষভ পন্থ। ম্যাচের প্রথম দিন রিভার্স সুইপ মারতে যান তারকা ব্যাটার। তারপরেই দেখা যায়, পা ফুলে গিয়েছে তাঁর। পায়ে হেঁটে মাঠ ছাড়ার ক্ষমতাটুকুও ছিল না পন্থের। গাড়িতে করে বের করে নিয়ে যাওয়া হয় তাঁকে। (Photo: AP)
advertisement
2/8
ক্রিস ওক্‌সের ফুল লেংথের বল রিভার্স সুইপ মারতে গিয়েছিলেন ঋষভ। ব‌্যাটে হালকা ছুঁয়ে বল গিয়ে লাগে তাঁর ডান পায়ের পাতায়। এলবিডব্লিউয়ের জন‌্য আবেদন করে ইংল‌্যান্ড। ভারতীয় সমর্থকরা তখন উইকেট হারানোর অশনি সঙ্কেত দেখছেন। আম্পায়ার আউট দেননি। রিভিউ নিলে দেখা যায়, বল তাঁর ব‌্যাটে লেগে তার পরে জুতোয় আঘাত করেছে। পন্থ আউট না হলেও সেই ডেলিভারির আঘাতে তাঁকে মাঠ থেকে বেরিয়ে যেতে হল। যন্ত্রণায় প্রথম দিকে খোঁড়াচ্ছিলেন ভারতীয় তারকা উইকেটরক্ষক। কিছু ক্ষণ পরে দলের ডাক্তার দৌড়ে আসেন। হাঁটার ক্ষমতা পর্যন্ত ছিল না ঋষভের। (Photo: AP)
advertisement
3/8
লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে আঙুলে চোট পান ভারতীয় দলের সহ-অধিনায়ক ঋষভ পন্থ। তৃতীয় টেস্টে তিনি উইকেট কিপিং করেননি। বুধবার টস জিতে ভারতীয় দলকে ব্যাট করতে পাঠান ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। শুভমান আউট হওয়ার পরে ব্যাট করতে নামেন পন্থ। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ৪৮ বলে ৩৭ রানও করেন। একটি ছক্কা এবং দু’টি বাউন্ডারি হাঁকান। কিন্তু বিপর্যয় নেমে আসে ৬৮ তম ওভারে। ওকসের ইয়র্কারে রিভার্স সুইপ মারতে যান পন্থ। সেই শটের সময়েই পন্থের পা মচকে যায়। (Photo: AP)
advertisement
4/8
যন্ত্রণায় কাতরাতে থাকেন পন্থ। ফিজিও এসে জুতো খুলতেই দেখা যায়, বিপজ্জনকভাবে ফুলে গিয়েছে তাঁর ডান পায়ের পাতা। পায়ে হেঁটে মাঠ ছেড়ে বেরতেও পারেননি তিনি। মাঠের গাড়িতে চাপিয়ে বের করে নিয়ে যাওয়া হয় তাঁকে। তবে ঠিক কী হয়েছে পন্থের, তা এখনও জানা যায়নি। (Photo: AP)
advertisement
5/8
ক্যামেরায় দেখা যায়, আঘাতের স্থানটি ফুলে গিয়েছে, রক্তক্ষরণও হয়। শেষ পর্যন্ত মেডিক্যাল কার্টে মাঠ ছাড়তে হয় ঋষভকে। (Photo: AP)
advertisement
6/8
ঋষভের অনুপস্থিতিতে দলের উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলাবেন ধ্রুব জুরেল। পন্থের ছিটকে যাওয়ার পাশাপাশি জুরেলের কিপিংও নিশ্চিত ভাবে চিন্তায় রাখবে কোচ গৌতম গম্ভীরকে। কারণ তৃতীয় টেস্টে লর্ডসে তিনি ২৬ রান বাই হিসেবে দিয়েছিলেন তিনি। (Photo: AP)
advertisement
7/8
পন্থ দ্বিতীয় দিন ব্যাটিং করতে নামবেন কিনা, এখন কিছু বলা কঠিন। যদি স্ক্যান রিপোর্টে সবকিছু ঠিকঠাক থাকে তাহলে পন্থ আবার ব্যাটিং করতে মাঠে নামতে পারেন। তিনি রিটায়ার্ড হার্ট হয়েছেন। যদি কোনও ব্যাটসম্যান রিটায়ার্ড আউট হয় তাহলে সে আবার ব্যাটিং করতে আসতে পারে না। এখানে এই প্রশ্ন ওঠে যে পন্থের চোট যদি গুরুতর হয় তাহলে টিম ইন্ডিয়াকে কনকাশন সাবস্টিটিউট দেওয়া হবে কিনা? (Photo: AP)
advertisement
8/8
ঋষভ পন্থ যদি আবার ব্যাটিং করতে না পারেন তাহলে কি তাঁর জায়গায় টিম ইন্ডিয়া কনকাশন সাবস্টিটিউট পাবে ? আইসিসি-র নিয়ম অনুযায়ী কনকাশন সাবস্টিটিউট সেই সময় কোনও টিম পায় যখন কোনও খেলোয়াড়ের মাথায় চোট লাগে এবং সে আর খেলা চালিয়ে যেতে পারে না। মানে চোটের পর মাথায় ব্যথা হয় এবং ঝাপসা দেখা যায়। এই পরিস্থিতিতে একই ধরনের খেলোয়াড় দিয়ে রিপ্লেস করা হয়। যেমন পন্থ যদি আর খেলতে না পারেন তাহলে তাঁর জায়গায় ধ্রুব জুরেল ইংল্যান্ডের ইনিংসে উইকেটকিপিং করতে দেখা যেতে পারে। কিন্তু জুরেল ব্যাটিং করতে পারবেন না। কারণ পন্থের পায়ে চোট লেগেছে। এই অবস্থায় ভারত সাবস্টিটিউট ফিল্ডার পেতে পারে, ব্যাটার নয়। (Photo: AP)
বাংলা খবর/ছবি/খেলা/
Rishabh Pant Injury: পায়ে চোট পেয়ে বাকি ম্যাচে অনিশ্চিত ঋষভ পন্থ ! তাঁর জায়গায় কি অন্য কেউ ব্যাট করতে পারবেন? রিপ্লেসমেন্টের নিয়মটা ঠিক কী?
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল