TRENDING:

IND vs SA: ২ তারকা বাদ! কারা পাচ্ছে সুযোগ? প্রথম টেস্টে ভারতের একাদশে বড় চমক! দেখে নিন

Last Updated:
IND vs SA 1st Test: ১৪ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ২ ম্যাচের টেস্ট সিরিজ। ইডেন গার্ডেন্সে লাল বলের বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে প্রথম টেস্টে নামবে শুভমান গিলের ভারত।
advertisement
1/7
২ তারকা বাদ! কারা পাচ্ছে সুযোগ? প্রথম টেস্টে ভারতের একাদশে বড় চমক! দেখে নিন
১৪ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ২ ম্যাচের টেস্ট সিরিজ। ইডেন গার্ডেন্সে লাল বলের বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে প্রথম টেস্টে নামবে শুভমান গিলের ভারত। ইতিমধ্যেই দুই টেস্টের জন্য ভারতীয় দল ঘোষণা করে দিয়েছে বিসিসিআই।
advertisement
2/7
প্রোটিয়াদের বিরুদ্ধে চোট সারিয়ে জাতীয় দলে কামব্যাক করছেন তারকা উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ। দলের সহ অধিনায়কত্বের দায়িত্বও সামলাবেন তিনি। পন্থ ফেরায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে জল্পনা রয়েছে।
advertisement
3/7
বোলিং অ্যাটাতে হোম সিরিজে ৩ স্পিনার ও ২ পেসার নিয়েই গৌতম গম্ভীর দল সাজাবেন বলে মনে করা হচ্ছে। তবে বাড়তি একজন মিডিয়াম পেসার অলরাউন্ডার না স্পেশালিস্ট ব্যাটার খেলাবেন তা নিয়ে তৈরি হয়েছে যাবতীয় সংশয়।
advertisement
4/7
পন্থের অনুপস্থিতিতে উইকেটের পেছনে দায়িত্ব সামলাচ্ছিলেন ধ্রুব জুরেল। পারফর্ম করে নিজেকে প্রমাণও করেছেন। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্টেও শনিবার তিনি খেলেছেন ১২৭ রানের ইনিংস।
advertisement
5/7
তার আগের সাতটি ইনিংসে তাঁর রান যথাক্রমে ১৪০, ১, ৫৬, ১২৫, ৪৪, ৬ এবং ১৩২। । এই সময়ে তিনি শেষ আটটি ফার্স্ট ক্লাস ম্যাচে তিনটি সেঞ্চুরি এবং একটি অর্ধশতরান করেছেন। এর মধ্যে একটি সেঞ্চুরি টেস্ট ম্যাচে এসেছে।
advertisement
6/7
ফলে জুরেলকে প্রথম একাদশের বাইরে রাখা কঠিন হবে। সেই জায়গায় নীতিশ কুমার রেড্ডি বা সাঁই সুদর্শনকে প্রথম একাদশের বাইরে রাখা হতে পারে। ঘরের মাঠে নীতিশের বোলিং খুব একটা কার্যকর হওয়ার সম্ভাবনা কম। এছাড়া ইডেনের উইকেট তৃতীয় দিন থেকেই স্পিন সহায়ক হয়ে ওঠে।
advertisement
7/7
এক ঝলকে দেখে নিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ: কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, সাঁই সুদর্শন, শুভমান গিল, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন ,সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।
বাংলা খবর/ছবি/খেলা/
IND vs SA: ২ তারকা বাদ! কারা পাচ্ছে সুযোগ? প্রথম টেস্টে ভারতের একাদশে বড় চমক! দেখে নিন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল