IND vs AUS: সিডনিতে পন্থের বিধ্বংসী ব্যাটিং, অস্ট্রেলিয়ার পেসারদের নিয়ে ছেলেখেলা করলেন ঋষভ!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Rishabh Pant Devastating Half Century In IND vs AUS 5th Test:যতই সমালোচনা হোক, তিনি যে নিজের খেলার স্টাইল পরিবর্তন করবেন না, আর এমন আগ্রাসী ব্যাটিং করেই দলকে সাফল্য এনে দেবেন, তা আরও একবার বুঝিয়ে দিলেন ঋষভ পন্থ।
advertisement
1/5

যতই সমালোচনা হোক, তিনি যে নিজের খেলার স্টাইল পরিবর্তন করবেন না, আর এমন আগ্রাসী ব্যাটিং করেই দলকে সাফল্য এনে দেবেন, তা আরও একবার বুঝিয়ে দিলেন ঋষভ পন্থ।
advertisement
2/5
সিডনিতে প্রথম ইনিংসে ৪ রানের লিড পেয়েছে ভারত। তবে এই উইকেটে দীর্ঘ সময় টিকে থেকে ব্যাটিং করা সম্ভব নয় তা সাফ হয়ে গিয়েছে। তাই দ্বিতীয় ইনিংসে ফের বিধ্বংসী মেজাজেই পাওয়া গেল পন্থকে।
advertisement
3/5
ভারতীয় টপ অর্ডারে যশস্বীস রাহুল, কোহলি, গিলরা ব্যর্থ হয় দ্বিতীয় ইনিংসে। সেই সময় চাপের মুহূর্তে ফের একবার ঝোড়ো ব্যাটিং করেন ঋষফ পন্থ। অস্ট্রেলিয়ার বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করেন।
advertisement
4/5
একের পর এক আক্রমণাত্নক শট খেলেন ঋষভ পন্থ। মিচেল স্টার্ককে এক ওভারে জোড়া ছক্কা নারেন। পন্থের প্রহার থেকে ছাড় পাননি বোল্যান্ড, ওয়েবস্টাররা। মাত্র ২৯ বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি।
advertisement
5/5
শেষ পর্যন্ত ৩৩ বলে ৬৬ রানের ইনিংস খেলে প্যাট কামিন্সের আউট হন পন্থ। ৬টি চার ও ৪টি ছয়ের সৌজন্যে টেস্ট ক্রিকেটে টি-২০ ইনিংস খেলেন পন্থ। সিডনিতে পন্থের এই ঝোড়ো ইনিংস ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে।