TRENDING:

Rinku Singh: রিঙ্কু সিং নাকি তাঁর স্ত্রী, কে বেশি ধনী? কার উপার্জন বেশি, জেনে নিন

Last Updated:
Rinku Singh- ভারতীয় ক্রিকেট দল ও কেকেআরের তারকা ব্যাটার রিঙ্কু সিং মছলি শহরের সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সাথে বাগদান সম্পন্ন করেছেন।
advertisement
1/6
রিঙ্কু সিং নাকি তাঁর স্ত্রী, কে বেশি ধনী? কার উপার্জন বেশি, জেনে নিন
ভারতীয় ক্রিকেট দল ও কেকেআরের তারকা ব্যাটার রিঙ্কু সিং মছলি শহরের সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সাথে বাগদান সম্পন্ন করেছেন। আজ, ৮ জুন উত্তর প্রদেশের রাজধানী লখনউতে এক জমকালো অনুষ্ঠানে তাঁদের বাগদান সম্পন্ন হয়। ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিং-এর সাথে বাগদানের সময় প্রিয়া সরোজকে কিছুক্ষণ কাঁদতে দেখা যায়। তবে পরে তিনি বলেন, সেটা ছিল আনন্দাশ্রু।
advertisement
2/6
ভারতে ক্রিকেট এবং রাজনীতির সম্পর্ক পুরনো। গৌতম গম্ভীর এবং মহাম্মদ আজহারউদ্দিনের মতো অনেক ক্রিকেটার অবসরের পর রাজনীতিতে প্রবেশ করেছেন এবং কেউ কেউ রাজনৈতিক ব্যক্তিত্বদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে, এটিই প্রথম উদাহরণ যে কোনও পেশাদার ক্রিকেটার একজন মহিলা সাংসদকে বিয়ে করেছেন।
advertisement
3/6
বছরখানেক ধরে প্রিয়া ও রিঙ্কু পরস্পরকে চেনেন। দুই পরিবারের সম্মতিতে লখনউতচে আজ তাঁদের বাগদান সম্পন্ন হয়। ৩০০ জন অতিথিকে আমন্ত্রণ করা হয়েছিল।
advertisement
4/6
ভারতীয় ক্রিকেট দলের তারকা রিঙ্কু সিংয়ের মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ৮ থেকে ৯ কোটি টাকা। ২০২৫ আইপিএল টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্স তাঁকে ১৩ কোটি টাকায় রিটেইন করেছিল। এছাড়া ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কেন্দ্রীয় বার্ষিক চুক্তিতেও রিঙ্কু নিজের নাম লিখিয়ে ফেলেছেন। তিনি গ্রেড C-তে রয়েছেন। গ্রেড C-তে রিঙ্কু প্রতি বছর বিসিসিআই থেকে ১ কোটি টাকা বেতন পান।
advertisement
5/6
প্রিয়া সরোজের মোট সম্পত্তির পরিমাণ ১১ লাখ ২৫ হাজার ৭১৯ টাকা। এর মধ্যে নগদ অর্থের পরিমাণ ৭৫ হাজার টাকা। আর ইউনিয়ন ব্যাঙ্কে জমা রয়েছে ১০ লাখ ১০ হাজার টাকা।মজার ব্যাপার, প্রিয়ার নামে কোনও গাড়ি কিংবা স্থাবর সম্পত্তি নেই।
advertisement
6/6
এদিন তাঁদের বাগদান অনুষ্ঠানে রাজনীতি ও ক্রিকেট জগতের অনেকে উপস্থিত ছিলেন। লখনউয়ের এক অভিজাত হোটেলে এদিন তাঁদের বাগদান পর্ব সম্পন্ন হয়। মূলত নিরামিশ খাবার পরিবেশন করা হয়েছিল অতিথিদের মধ্যে।
বাংলা খবর/ছবি/খেলা/
Rinku Singh: রিঙ্কু সিং নাকি তাঁর স্ত্রী, কে বেশি ধনী? কার উপার্জন বেশি, জেনে নিন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল