TRENDING:

Rinku Singh New Home: নিজের নামে নয়, এক মহিলার নামে কিনলেন নিজের বাড়ি, কীরকম রঙে সাজালেন বেডরুম, রিঙ্কু সিংয়ের নতুন বাড়ির সিক্রেট আউট

Last Updated:
Rinku Singh Home: কার নামে রাখলেন বাড়ির নাম৷ সেই বাড়িতে একাধিক বেডরুম৷ কী ভেবে এই কাজ করলেন কেকেআর তারকা রিঙ্কু সিং
advertisement
1/13
নিজের নামে নয়, এক মহিলার নামে কিনলেন নিজের বাড়ি, বেডরুম কেমন দেখতে
Rinku Singh New Home: রিঙ্কু সিং এখন যাই করছেন তাই হচ্ছে শিরোনাম৷ জীবনে প্রচুর কষ্ট করে এগিয়েছেন, আর তাঁর বাংলো সেই কষ্টের শেষে সাফল্যের প্রতীক৷ রিঙ্কুর নতুন ম্যানসনের মূল্য সাড়ে তিন কোটি টাকা৷
advertisement
2/13
রিঙ্কুর নতুন বাংলো আলিগড়ের বাইরের গোল্ডেন এস্টেটে  ওজোন সিটিতে রয়েছে৷ রিঙ্কুর এই বাংলো তিন তলা৷ পুরো প্রপার্টিটির প্রতিটা কোণায় উপচে পড়ছে আভিজাত্য, বিলাসিতা ও সুখ৷
advertisement
3/13
প্রতিটা তলা এমনভাবে সাজানো হয়েছে যে সেখানে রিঙ্কুর স্টাইল ও রুচিশীলতার পরিচয় পাওয়া যাচ্ছে।
advertisement
4/13
রিঙ্কু সিংয়ের সম্পত্তির প্রধান বৈশিষ্ট্যসাইজ-  এই প্রপার্টিটি ৫০০ স্কোয়ার ইয়ার্ড জায়গা জুড়ে বিস্তৃত৷ যা বসবাসের জন্য অনেক জায়গা দিচ্ছে৷
advertisement
5/13
পাশাপাশি বিনোদনমূলক কাজকর্ম করার জন্যেও বাড়িতে রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা৷
advertisement
6/13
ফ্লোর - তিন তলা এই বাড়ির প্রতিটা তলায় বিভিন্ন রকম ডিজাইন করা হয়েছে প্রতিটা ফ্লোরের বিভিন্ন ধরনের কার্যকরিতা রয়েছে৷
advertisement
7/13
গ্রাউন্ড ফ্লোরএতে রয়েছে একটি বিশাল সাইজের বেডরুম৷ রান্নাঘর, অফিস, ডাইনিং এরিয়া রয়েছে৷ যা একদিকে বিশ্রাম নেওয়ার জায়গার কোনও অভাব নেই৷ তেমনিই বাড়িতে সকলে মিলে যদি কাজ করতে চায় সেই জায়গারও প্রচুর ব্যবস্থা রয়েছে৷
advertisement
8/13
সেকেন্ড ফ্লোরএই তলাতেও রয়েছে তিনটি বেডরুম৷ আসলে এখনও রিঙ্কুর বিয়ে না হলেও আগামী দিনে নিশ্চিতভাবে তাঁর বিয়ে হবে৷ সেই বড়সড় পরিবারের কথা মাথায় রেখে একাধিক বেডরুমের হিসেব করে রাখা হয়েছে৷
advertisement
9/13
বাড়ি সাজানো  ও স্মৃতি স্মারকরিঙ্কু ক্রিকেট খেলার দারুণ ক্ষমতা রয়েছে৷ আর বাড়ি সাজানোতেও তার দারুণ ক্রিয়েটিভিটির ছোঁওয়া ও ক্রিকেটের উপস্থিতি খুব ভালভাবে দেখা যাচ্ছে৷
advertisement
10/13
সেই ব্যাটটিকেও বিশেষ দেওয়ালে রেখেছেন , যেটি দিয়ে তিনি কেকেআরের হয়ে আইপিএলে পাঁচটি ছক্কা হাকিয়েছেন৷ সেই ম্যাচটি ছিল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে৷
advertisement
11/13
রিঙ্কুর বাড়ির নামরিঙ্কু নিজের বাড়ির নাম রেখেছেন বীণা প্যালেস৷ যা আসলে তাঁর মায়ের নাম৷ তাঁর মায়ের নাম বীণা সিং৷ তাঁর মা নিজের জীবনে বিভিন্ন ত্যাগ স্বীকার করেছেন ছেলেকে ক্রিকেটার বানানোর জন্য৷
advertisement
12/13
তাই এই ক্রিকেট খেলে নতুন যে জায়গাটা গড়ে নিয়েছেন তা দিয়েই যে মাথার উপরের ছাদ গড়লেন সেই ছাদের নাম দিলেন নিজের মায়ের নাম৷
advertisement
13/13
রিঙ্কু সিং এই মুহূর্তে টি টোয়েন্টি সিরিজ দলে রয়েছেন এবং দক্ষিণ আফ্রিকায় সিরিজ খেলছেন, সামনে কেকেআরের হয়ে আইপিএল খেলা৷ হয়ত আইপিএল ২০২ মরশুমে তিনি অধিনায়কও হতে পারেন৷
বাংলা খবর/ছবি/খেলা/
Rinku Singh New Home: নিজের নামে নয়, এক মহিলার নামে কিনলেন নিজের বাড়ি, কীরকম রঙে সাজালেন বেডরুম, রিঙ্কু সিংয়ের নতুন বাড়ির সিক্রেট আউট
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল