Border-Gavaskar Trophy: কতগুলি ম্যাচে জিতবে ভারত? বর্ডার-গাভাস্কর ট্রফির আগেই ভবিষ্যদ্বাণী করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Ricky Ponting Makes Prediction For Border-Gavaskar Trophy: আগামী ২২ নভেম্বর পার্থে শুরু হতে চলেছে বর্ডার-গাভাস্কর ট্রফির ২০২৪-২৫ এডিশন। এর পরের চারটি ম্যাচ অবশ্য অনুষ্ঠিত হতে চলেছে যথাক্রমে অ্যাডিলেড, ব্রিসবেন, মেলবোর্ন এবং সিডনিতে।
advertisement
1/5

হাতে আর মাত্র কয়েকটা দিন। তার পরেই শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। আর পাঁচ ম্যাচের এই আসন্ন টেস্ট সিরিজ নিয়ে সম্প্রতি ভবিষ্যদ্বাণী করলেন প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিং। আগামী ২২ নভেম্বর পার্থে শুরু হতে চলেছে বর্ডার-গাভাস্কর ট্রফির ২০২৪-২৫ এডিশন। এর পরের চারটি ম্যাচ অবশ্য অনুষ্ঠিত হতে চলেছে যথাক্রমে অ্যাডিলেড, ব্রিসবেন, মেলবোর্ন এবং সিডনিতে।
advertisement
2/5
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের টেস্ট এবং ওডিআই-তে সর্বাধিক রান সংগ্রহকারী হলেন রিকি পন্টিং। ভারতীয় দল অস্ট্রেলিয়া পৌঁছানোর ঠিক আগেই এই ক্রিকেট তারকার ভবিষ্যদ্বাণী, ৩-১ সিরিজে জয়লাভ করবে অস্ট্রেলিয়া। রিকির মতে, অস্ট্রেলিয়ায় একটি মাত্র টেস্ট ম্যাচেই জিততে পারে ভারত। ফলে দীর্ঘ ১০ বছর পর বর্ডার-গাভাস্কর ট্রফিতে ভারতের আধিপত্য খর্ব করে অবশেষে জয়লাভ করবে অস্ট্রেলিয়া।
advertisement
3/5
দ্য আইসিসি রিভিউয়ের সাম্প্রতিক এপিসোডে রিকি পন্টিং বলেন, আমি মনে করি যে, ৫টি টেস্ট ম্যাচের মধ্যে কোনও একটি টেস্ট ম্যাচ জিতবে ভারত। বিশ্ববরেণ্য এই ক্রিকেট তারকা আরও বলেন যে, কিন্তু আমি এখনও ভাবছি যে, অস্ট্রেলিয়াকে আরও ধীর-স্থির দেখাচ্ছে। তারা আরও অভিজ্ঞ হয়েছে। আর আমরা তো জানি যে, নিজেদের দেশের মাঠে তাদের হারানো কতটা কঠিন!
advertisement
4/5
তাই আমি ৩-১-এর পরিসংখ্যানই ধরে রাখছি। এর আগে ২০২৩ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) উইনার্সে ৩-১ সিরিজ জয়ের ভবিষ্যদ্বাণী করেছিলেন পন্টিং। আর আগের সেই ভবিষ্যদ্বাণীই আরও একবার বজায় রাখলেন তিনি। এদিকে বর্ডার-গাভাস্কর ট্রফির ২০১৪-১৫ এডিশনে ভারতকে ২-০-য় ভারতকে হারিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু ভারতের বিরুদ্ধে বিগত দুই হোম সিরিজে অস্ট্রেলিয়া ১-২ এর ব্যবধানে পরাস্ত হয়েছে।
advertisement
5/5
এদিকে চলমান ডব্লিউটিসি সাইকেলে দেশীয় সমর্থকদের সামনে ৫টি রেড-বল ম্যাচের মধ্যে চারটিতেই জয়লাভ করেছে তারা।ডব্লিউটিসি ২০২৩-২৫ পয়েন্টস টেবিল এবং আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া। অন্যদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ তিনটি টেস্টে খুবই খারাপ ভাবে হেরেছে ভারত। এর জেরে ডব্লিউটিসি ২০২৫ ফাইনালে ভারতের কোয়ালিফাই করার সম্ভাবনাকে তীব্র সন্দেহের মুখে পড়ে গিয়েছে। তবে রোহিত শর্মার অধিনায়কত্বে যদি ভারত ৪-০ অথবা ৫-০ স্কোরলাইন-সহ অস্ট্রেলিয়াকে হারাতে পারে, তাহলে শীর্ষের দ্বিতীয় স্থানে নিজের জায়গা পাকা করতে পারবে তারা। সেই সঙ্গে পরের বছরের ডব্লিউটিসি ২০২৫-এর ফাইনালেও জায়গা করে নিতে পারবে।