TRENDING:

Ravindra Jadeja: ‘‘শাশুড়ির কথায় ওঠে-বসে, বউমা আমার ছেলের মাথাটা খেয়েছে’’, রিবাভাকে নিয়ে তোপ জাদেজার বাবার, ছেলেও কম নয়, করলেন এই কাজ

Last Updated:
Ravindra Jadeja: ছেলের বউকে নিয়ে ভয়ানক ক্ষোভ রবীন্দ্র জাদেজার বাবা-র , ছেলে বললেন সবই সাজানো চিত্রনাট্যে অভিনয়!
advertisement
1/8
‘শাশুড়ির কথায় ওঠে-বসে, বউমা আমার ছেলের মাথাটা খেয়েছে’, তোপ জাদেজার বাবার
Ravindra Jadeja: ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার ও বর্ণময় ক্রিকেটার রবীন্দ্র জাদেজার বাবা তাঁর  পুত্রবধূ রিভাবা জাদেজার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করেছেন।
advertisement
2/8
জাদেজার বাবার মত, তিনি জানেন না যে তাঁর পুত্রবধূ তাঁর ছেলের উপর কী জাদু করেছে। জাদেজা ও তাঁর বাবা আলাদা থাকেন। জাদেজার বাবা আরও  বলছেন যে, ছেলের বিয়ের ৩-৪ মাস পর থেকেই পারিবারিক বিবাদ শুরু হয়। তিনি আক্ষেপ করে এও বলেছেন যে  তাঁর ছেলেকে ক্রিকেটার বানানো উচিত হয়নি।
advertisement
3/8
অনিরুদ্ধ জাদেজার বিস্ফোরক অভিযোগ  তাঁর পুত্রবধূ কেবল অর্থ নিয়েই চিন্তিত। সে পুরো সম্পত্তি নিজের নামে করে নিতে চায়৷
advertisement
4/8
দিব্যা ভাস্করকে দেওয়া এক সাক্ষাৎকারে রবীন্দ্র জাদেজার বাবা অনিরুদ্ধ জাদেজা বলেছেন, '‘সত্যি বলতে কি, রবি বা তার স্ত্রী রিভাবা জাদেজার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আমরা একে অপরকে ডাকি না। ১০ বছর ধরে আমি আমার নাতির মুখও দেখিনি। এর চেয়ে ছেলের বিয়ে না হলে ভাল হত। আজ আমাদের এই অবস্থা হতো না।'’ জাদেজার বাবা অত্যন্ত আক্ষেপ করে বলেছেন পুরনো  দিনগুলির কথা মনে  করে বলেন, কীভাবে তিনি প্রহরী হিসেবে কাজ করে তাঁর ছেলেকে ক্রিকেটার বানিয়েছিলেন৷
advertisement
5/8
শাশুড়িকে নিয়ে বড় কথা বললেন রবীন্দ্র জাদেজার বাবারবীন্দ্র জাদেজার বাবা তাঁর ছেলে এবং পুত্রবধূর থেকে আলাদা থাকেন৷  জামনগরে ২ বিএইচকে ফ্ল্যাটে থাকেন তিনি।অনিরুদ্ধ জাদেজা তাঁর পুত্রবধূর মা সম্পর্কে বলেছিলেন যে তিনি এখানেই থাকেন। জাদেজার বাবার অভিযোগ রবীন্দ্রের শাশুড়ি প্রবল প্রতাপশালী মহিলা৷ তিনিই সবেতে মাথা গলান এবং হস্তক্ষেপ করেন৷
advertisement
6/8
তিনি রবীন্দ্র জাদেজার বড় বোন নয়নাবার কথাও বলেন৷অনিরুদ্ধ জাদেজা বলেছিলেন যে রবীন্দ্র জাদেজাকে তাঁর বড় বোন  মায়ের মতো প্রতিপালন করেছিলেন, এখন তাঁর সঙ্গেও কোনও সম্পর্ক রাখে না
advertisement
7/8
এদিকে বাবার এই সব বোমার পর চুপ করে থাকেননি রবীন্দ্র জাদেজাও৷ তিনি নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছেন চিত্রনাট্য বলে দেওয়া হয়েছে এরকম সাক্ষাৎাকারের কোনও গুরুত্ব নেই৷
advertisement
8/8
ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন  জাদেজাচোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে চলা ৫ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচটি ১৫ ফেব্রুয়ারি থেকে রাজকোটে শুরু হবে। তৃতীয় টেস্ট ম্যাচের জন্য দলে ফিরতে পারেন জাদেজা।
বাংলা খবর/ছবি/খেলা/
Ravindra Jadeja: ‘‘শাশুড়ির কথায় ওঠে-বসে, বউমা আমার ছেলের মাথাটা খেয়েছে’’, রিবাভাকে নিয়ে তোপ জাদেজার বাবার, ছেলেও কম নয়, করলেন এই কাজ
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল