TRENDING:

Argentina vs Saudi Arabia: সোশ্যাল মিডিয়ায় রেফারিকে নিয়ে উঠছে ঝড়, যৌন কেলেঙ্কারিতেও জড়িয়েছিলেন তিনি

Last Updated:
FIFA World Cup 2022: স্লোভানিয়ার এই রেফারি এই ধরণের একটি পার্টি থেকে গ্রেফতার অবধি হয়েছিলেন৷ তাঁর সঙ্গে নাম জড়িয়েছিল রিং লিডার তাঁর নাম ছিল তিজানা মাকসিমোভিচ৷
advertisement
1/8
সোশ্যাল মিডিয়ায় রেফারিকে নিয়ে উঠছে ঝড়, একবার যৌন কেলেঙ্কারিতেও জড়িয়েছিলেন
#কলকাতা: রেফারি স্লাভকো ভিনচিচকে এখন খুঁজে বেড়াচ্ছে নেটিজেনরা৷ আর্জেন্টিনা বনাম সৌদি আরব ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছেন ফিফার এই ম্যাচ রেফারি৷  বিশ্বকাপের ইতিহাসে এটা একটা বড় অঘটন হিসেবে দেখছেন ফুটবলপ্রেমীরা৷ আর্জেন্টিনা এবারের বিশ্বকাপেরও অন্যতম ফেভারিট আর সৌদি আরব এমন একটা দেশ যারা কখনও বিশ্বকাপে নিজেদের ওপেনিং ম্যাচে জয় পায়নি৷ Photo- AP 
advertisement
2/8
এই অবস্থায় আর্জেন্টিনাকে পেনাল্টি দেওয়া থেকে তিনটি গোলের অফসাইড সব নিয়েই সমালোচনায় মেতেছে ফুটবলপ্রেমী নেটিজেনরা ৷ কোথাও ফুটবলারের ছবি দিয়ে অফসাইড ব্যাখ্যা আবার কোথাও এটা পেনাল্টি দিলে তো ওই  ম্যাচের ওটাও পেনাল্টি এরকম নানারকম আলোচনা।
advertisement
3/8
এদিকে এত আলোচনার মধ্যে বারবার যাঁর নাম সামনে চলে এসেছে তিনি হলেন রেফারি স্লাভকো ভিনচিচ৷ বেশ বড় কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল তাঁর৷ ফিফার এই রেফারির বিরুদ্ধে যৌন ও মাদক কেলেঙ্কারি রয়েছে৷
advertisement
4/8
স্লোভানিয়ার এই আধিকারিক এই ধরণের একটি পার্টি থেকে গ্রেফতার অবধি হয়েছিলেন৷ তাঁর সঙ্গে নাম জড়িয়েছিল রিং লিডার তাঁর নাম ছিল তিজানা মাকসিমোভিচ৷
advertisement
5/8
একটি নৌকায় করে মহিলা পাচার হচ্ছিল৷ সেখান থেকে ২৬ নারী-পুরুষকে গ্রেফতার করা হয়৷ সেই নৌকায় কোকেন, অস্ত্র এমনকি টাকাও উদ্ধার হয়েছিল৷
advertisement
6/8
২০২০ সালের সেই ঘটনার সময় ১৪ প্যাকেজ উদ্ধার করা হয়েছিল , এছাড়াও ছিল ইউরো, বিভিন্ন দেশের মুদ্রা৷ তিনটি অস্ত্র সজ্জিত পোশাক উদ্ধার হয়েছিল৷
advertisement
7/8
স্লোভানিয়ার এই আধিকারিক এই ধরণের একটি পার্টি থেকে গ্রেফতার অবধি হয়েছিলেন৷ তাঁর সঙ্গে নাম জড়িয়েছিল রিং লিডার তাঁর নাম ছিল তিজানা মাকসিমোভিচ৷
advertisement
8/8
তবে না নারী না কোকেন না অস্ত্র কোনও বিষয়েই কিছু না জেনে ওই পার্টিতে গিয়েছিলেন এমনটাই জানিয়েছিলেন সেই উয়েফার প্যানেলে থাকা রেফারি৷ পরে তিনি ছাড়াও পেয়ে যান৷ Photo- AP
বাংলা খবর/ছবি/খেলা/
Argentina vs Saudi Arabia: সোশ্যাল মিডিয়ায় রেফারিকে নিয়ে উঠছে ঝড়, যৌন কেলেঙ্কারিতেও জড়িয়েছিলেন তিনি
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল