RCB vs PBKS IPL 2025 Final: কম রান হলেও কাপ জিতবে আরসিবি! এই তথ্য দিচ্ছে অন্য ইঙ্গিত! ভাগ্য কি এবার কোহলিদের পক্ষে?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
RCB vs PBKS IPL 2025 Final: আইপিএল ২০২৫-এর ফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইতকেট হারিয়ে ১৯০ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কম রান হলেও একটি তথ্য দিচ্ছে অন্য ইঙ্গিত।
advertisement
1/6

আইপিএল ২০২৫-এর ফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইতকেট হারিয়ে ১৯০ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
advertisement
2/6
বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি। এছাড়া প্রায় সব ব্যাটারই সেট হয়ে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন।
advertisement
3/6
আহমেদাবাদের মাঠে ১৯০ রান টি-২০ ক্রিকেটে খুব একটা বড় স্কোর নয় বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। পঞ্জাবকে ধরা হচ্ছে ফেভারিট।
advertisement
4/6
কিন্তু একটি তথ্য দিচ্ছে অন্য ইঙ্গিত। কম রান হলেও ভাগ্য সাথ থাকলে ট্রফি এবার যেতে পারে আরসিবির ঘরে। স্বপ্নপূরণ হতে পারে কোহলি।
advertisement
5/6
কারণ এর আগে ২০০৯, ২০১১, ২০১৬ সালে ৩ বার আইপিএল ফাইনাল খেলেছে আরসিবি। প্রতিবারই রান তাড়া করকে গিয়ে হেরেছে বেঙ্গালুরু।
advertisement
6/6
কিন্তু এবার প্রথম ব্যাটিং করেছে আরসিবি। ফলে ভাগ্যের চাকা ঘোরে কিনা এবার সেটাই দেখার। হ্যাজেলউড, যশ দয়াল, ভুবি, পান্ডিয়াদের হাতে সবকিছু।