RCB vs CSK: ক্যাপ্টেন ধোনিতেও রক্ষা হল না! চারবারের আইপিএল চ্যাম্পিয়নদের প্লে-অফের আশা শেষ
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
RCB vs CSK: সাতটি ম্যাচে হার। ধোনির দলের প্লে-অফে খেলার সব আশা প্রায় শেষ।
advertisement
1/6

আইপিএলের মাঝেই দিদির মৃত্যুর খবর পেয়েছিলেন। ভেঙে পড়েছিলেন হর্ষল প্যাটেল। সেই তিনিই আরসিবির জার্সিতে আবার মারকাটারি পারফর্ম করলেন। সিএসকের বিরুদ্ধে পেলেন তিন উইকেট{
advertisement
2/6
সিএসকের বিরুদ্ধে ১৩ রানে জিতল আরসিবি। সেইসঙ্গে প্লে-অফে ওঠার আশা বাঁচিয়ে রাখল ফাফ ডুপ্লেসির দল।
advertisement
3/6
বিরাট কোহলি এদিন ৩৩ বল খেলে করলেন ৩০ রান। এতটা স্লো খেলার জন্য তাঁকে সমালোচনা হজম করতে হল। প্রথমে ব্যাট করে আরসিবি তুলেছিল আট উইকেটে ১৭৩।
advertisement
4/6
গ্লেন ম্যাক্সওয়েল এদিন রান পাননি। তবে চার ওভার বোলিং করে ২২ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন।
advertisement
5/6
বিরাট কোহলি এখনও বড় ইনিংস খেলতে পারছেন না। ফর্মে ফিরছেন। তবে এদিন মঈন আলির বলে বোল্ড হয়ে বড় রান করার সুযোগ হাতছাড়া করেন।
advertisement
6/6
এদিন ফাফ ডুপ্লেসির আরসিবির কাছে হারের পর ধোনির চেন্নাই সুপার কিংসের আর প্লে-অফে খেলার সম্ভাবনা রইল না। সাতটি ম্যাচ হেরে তাদের কার্যত সব আশা শেষ।