RCB vs CSK: ফিরে এল সেই পুরনো চেন্নাই সুপার কিংস, জাদেজাদের সামনে দাঁড়াতে পারল না আরসিবি
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
RCB vs CSK: দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া সিএসকে ফিরল আগের রূপে।
advertisement
1/5

একের পর এক ম্যাচে ব্যর্থ। জাতীয় দলের পর এবার আইপিএলেও রান পাচ্ছেন না বিরাট কোহলি। এদিন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে করলেন মাত্র এক রান।
advertisement
2/5
মহেশ ঠিকসানা ও রবীন্দ্র জাদেজা নাজেহাল করে ছাড়লেন অরসিবির ব্যাটারদের। মহেশ পেলেন চার উইকেট। জাদেজা তিনটি।
advertisement
3/5
প্রথমে ব্যাট করে সিএসকে তোলে ২১৬ রাান। রবীন উথাপ্পা ৫০ বলে ৮৮। শিবম দুবে ৪৬ বলে ৯৫।
advertisement
4/5
আইপিএলে একটানা হারে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল সিএসকের। এদিনের জয় যেন আবার পুরনো সিএসকে-কে ফিরিয়ে আনল।
advertisement
5/5
শিবম দুবে ও রবীন উথাপ্পা যেন এদিন আরসিবির বোলারদের শাসন করলেন। দুজনে মিলে মোট ১৭টি ছক্কা মারলেন।