RCB vs CSK: সতীর্থের বোনের মৃত্যু আইপিএলের মাঝেই, কালো ব্যান্ড পরে নামলেন কোহলিরা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
RCB vs CSK: ম্যাচের পরই বোনের মৃত্যুর খবর পান। দলের সবাই তাঁর পাশে থাকলেন দুঃসময়ে।
advertisement
1/5

শনিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চার ওভার বোলিং করে ২৩ রান দিয়ে ২টি উইকেট নেন তিনি। তখনও জানতেন না, বড় দুসংবাদ অপেক্ষা করে আছে তাঁর জন্য।
advertisement
2/5
আইপিএলের মাঝেই বোনকে হারালেন আরসিবির তারকা বোলার হর্ষল প্যাটেল। শনিবার ম্যাচ খেলে ওঠার পরই বোনের মৃত্যুর খবর পান তিনি।
advertisement
3/5
হার্ষালের বোন অর্চিতা প্যাটেল দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। গত কয়েকদিনে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
advertisement
4/5
বোনের মৃত্যুর খবর পেয়েই আইপিএলের জৈব সুরক্ষা বলয় ছেড়ে বাড়ির উদ্দেশে বেরিয়ে পড়েন হর্ষল।
advertisement
5/5
মঙ্গলবার চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে হর্ষলের বোনকে শ্রদ্ধা জানাতে আরসিবির ক্রিকেটাররা কালো ব্যান্ড পরে মাঠে নামেন।