TRENDING:

RCB: আরসিবি বিক্রি হয়ে যাচ্ছে! এই তো IPL ট্রফি জিতল দল, এর মধ্যে এত বড় খবর!

Last Updated:
RCB: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)-এর ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)-এ Diageo তাদের মালিকানার অংশ বিক্রির সম্ভাবনা নিয়ে বিবেচনা করছে।
advertisement
1/6
আরসিবি বিক্রি হয়ে যাচ্ছে! এই তো IPL ট্রফি জিতল দল, এর মধ্যে এত বড় খবর!
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)-এর ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)-এ Diageo তাদের মালিকানার অংশ বিক্রির সম্ভাবনা নিয়ে বিবেচনা করছে। এই বিষয়ে ব্রিটিশ ডিস্টিলার Diageo সম্ভাব্য উপদেষ্টাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তারা দলের শেয়ার বিক্রির কথা ভাবছে বলেই খবর।
advertisement
2/6
Diageo তাদের ভারতীয় ইউনিট ইউনাইটেড স্পিরিটস লিমিটেড (United Spirits Limited)-এর মাধ্যমে RCB দলের মালিক। সূত্রের মতে, এই ফ্র্যাঞ্চাইজির দাম প্রায় ২ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে।
advertisement
3/6
এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে তারা দল বিক্রির সিদ্ধান্ত নিতে পারে। এই বিষয়ে অবগত একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য দিয়েছেন। আরসিবির মালিকানা কার হাতে যেতে পারে, তা নিয়ে কোনও খবর পাওয়া যায়নি এখনও।
advertisement
4/6
Diageo-এর একজন মুখপাত্র এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন। ইউনাইটেড স্পিরিটস-এর কাছেও এই বিষয়ে যোগাযোগ করা হলে কোনও উত্তর পাওয়া যায়নি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) ১৮ বছর পর প্রথমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। বর্তমানে RCB দলের মালিকানা ভারতের সবচেয়ে বড় মদ প্রস্তুতকারক সংস্থা ইউনাইটেড স্পিরিটস লিমিটেড (USL)-এর অধীনে রয়েছে।
advertisement
5/6
এই দলটিকে প্রথমে বিজয় মালিয়া-র নেতৃত্বে ইউনাইটেড স্পিরিটস লিমিটেড কিনেছিল। পরে এই কোম্পানি ব্রিটিশ কোম্পানি ডিয়াজিও (Diageo)-র কাছে বিক্রি করে দেওয়া হয়। বর্তমানে ডিয়াজিও, ইউনাইটেড স্পিরিটস লিমিটেড-এর ৫৫ শতাংশেরও বেশি শেয়ারের মালিক। RCB-এর মালিকানা বিক্রির আলোচনা এমন এক সময়ে হচ্ছে, যখন ভারতের স্বাস্থ্য মন্ত্রক আইপিএলে তামাক ও মদ ব্র্যান্ডের প্রচার নিষিদ্ধ করার উপর জোর দিচ্ছে। ভারতে তামাক ও মদের বিজ্ঞাপন নিষিদ্ধ, যাতে ক্রীড়াবিদদের মাধ্যমে এই ধরনের অস্বাস্থ্যকর পণ্যের পরোক্ষ প্রচার বন্ধ করা যায়, সেই চেষ্টাই করা হচ্ছে।
advertisement
6/6
Diageo-এর মতো কোম্পানিগুলি শীর্ষস্থানীয় ক্রিকেটারদের ব্যবহার করে সোডা জাতীয় পণ্যের প্রচার চালিয়েছে, যা মূলত পরোক্ষভাবে তাদের মদ ব্র্যান্ডের প্রচারের অংশ হিসেবে দেখা হয়।
বাংলা খবর/ছবি/খেলা/
RCB: আরসিবি বিক্রি হয়ে যাচ্ছে! এই তো IPL ট্রফি জিতল দল, এর মধ্যে এত বড় খবর!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল