IPL 2025 RCB Retention List: আরসিবি বাদ দিচ্ছে ৫ মহাতারকাকে! কোহলি কি থাকছেন? তালিকা দেখলে চমকে যাবেন
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2025 RCB Retention List: ৩১ অক্টোবরের মধ্যে আইপিএলের ১০টি দলকে জমা দিতে হবে রিটেনশন তালিকা। যে দলগুলির রিটেনশন নিয়ে জোর আলোচনা চলছে তাদের মধ্যে অন্যতম আরসিবি।
advertisement
1/7

আইপিএলের রিটেনশন পলিসি ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ৩১ অক্টোবরের মধ্যে আইপিএলের ১০টি দলকে জমা দিতে হবে রিটেনশন তালিকা।
advertisement
2/7
বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী ৫ জন করে প্লেয়ারকে রিটেইন করতে পারবে আইপিএলের প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। এছাড়া ১ জনকে কেনা যাবে আরটিএম কার্ড ব্যবহার করে।
advertisement
3/7
৩১ অক্টোবরের মধ্যে আইপিএলের ১০টি দলকে জমা দিতে হবে রিটেনশন তালিকা। যে দলগুলির রিটেনশন নিয়ে জোর আলোচনা চলছে তাদের মধ্যে অন্যতম আরসিবি।
advertisement
4/7
বেঙ্গালুরু কাদের ধরে রাখবে আর কাদের ছেড়ে দেবে তা নিয়ে চলছে জোর জল্পনা। আরসিবি সূত্রে খবর,এবার দলের ৫ মহাতারকাকে বাদ দিতে পারে আরসিবি। তালিকায় নাম জানলে চমকে যাবেন।
advertisement
5/7
আরসিবি যে ৫ মহাতারকাকে ছেড়ে দিতে চলেছে সেই তালিকায় থাকতে পারেন অধিনায়ক ফাফ ডুপ্লেসি। বয়স ৪০ পেরিয়ে গিয়েছে ডুপ্লেসির। ফর্মও নীচের দিকে। ফলে ভবিষ্যতের কথা ভেবে নতুন কোনও অধিনায়কের পথে হাঁটতে পারে আরসিবি।
advertisement
6/7
এছাড়া দুই অজি ক্রিকেটা গ্লেন ম্যাক্সওয়েল ও ক্যামেরন গ্রিনকেও রিলিজ করতে পারে আরসিবি। কারণ দাম ও নাম অনুযায়ী এখও এই দুই তারকাই পারফর্ম করতে পারেননি। ছেড়ে দিয়ে আবার নিলামে কেনার টার্গেটও করতে পারে আরসিবি।
advertisement
7/7
অপর যে দুই তারকাকে ছেড়ে দিতে পারে আরসিবি তারা হলে নিউজিল্যান্ডের তারকা পেসার লকি ফার্গুসন ও ক্যারিবিয়ান পেসার আলজারি জোসেফ। ফলে যে ৫ মহাতারকাকে ছাড়তে পারে আরসিবি সকলেই বিদেশী।