TRENDING:

RCB News: চূড়ান্ত আরসিবির ৫ জনের রিটেনশন তালিকা! বাদ এক ঝাঁক তারকা? কারা থাকছে তাহলে

Last Updated:
IPL 2025 RCB Retention List: ৩১ অক্টোবরের মধ্যে আইপিএলের ১০টি দলকে জমা দিতে হবে রিটেনশন তালিকা। যে দলগুলিকে নিয়ে সবথেকে বেশি চর্চা চলছে তাদের মধ্যে অন্যতম আরসিবি। কোন পাঁচ জনকে ধরে রাখতে পারে বেঙ্গালুরু? দল থেকে বাদ পড়বে এক ঝাঁক তারকা? দেখে নিন তালিকা।
advertisement
1/6
চূড়ান্ত আরসিবির ৫ জনের রিটেনশন তালিকা! বাদ এক ঝাঁক তারকা? কারা থাকছে তাহলে
৩১ অক্টোবরের মধ্যে আইপিএলের ১০টি দলকে জমা দিতে হবে রিটেনশন তালিকা। যে দলগুলিকে নিয়ে সবথেকে বেশি চর্চা চলছে তাদের মধ্যে অন্যতম আরসিবি। কোন পাঁচ জনকে ধরে রাখতে পারে বেঙ্গালুরু? দল থেকে বাদ পড়বে এক ঝাঁক তারকা? দেখে নিন তালিকা।
advertisement
2/6
বিরাট কোহলি: নিঃসন্দেহে ফ্র্যাঞ্চাইজির জন্য এক নম্বর বাছাই। বিরাট কোহলি হয়তো টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন কিন্তু এখনও তার ফ্র্যাঞ্চাইজির কাছে অনেক কিছু দেওয়ার আছে। তিনি আইপিএল ২০২৪-এর সর্বোচ্চ স্কোরিং ব্যাটার ছিলেন। তাঁর নামের পাশে ছিল ৭৪১ রান। আরসিবি তাকে ছেড়ে দেওয়ার কথা ভাববেও না।
advertisement
3/6
মহম্মদ সিরাজ:আরসিবি-র নিঃসন্দেহে সেরা পেসার মহম্মদ সিরাজ। কোহলির মতই ফ্র্যাঞ্চাইজির অন্যতম প্রধান সদস্য। যদিও গত মরশুমে তার পারফরম্যান্স খুব একটা আহামরি ছিল না। তবে ফ্র্যাঞ্চাইজি এখনও তার উপর আস্থা দেখাতে পারে।
advertisement
4/6
যশ দয়াল: গুজরাট টাইটানস থেকে আরসিবিতে তার আসা একটি বড় আলোচনার কারণ হয়ে উঠেছিল। কিন্তু দয়াল সমালোচকদেরর ভুল প্রমাণ করেছিলেন। আরসিবিতে বাল পারফর্ম করে জাতীয় দলেও সুযোগ পেয়েছেন তিনি। ফলে দলের পেস অ্যাটাককে মজবুত করতে দয়ালকে ধরে রাখতে পারে আরসিবি।
advertisement
5/6
রজত পাটিদার: বরাবর মিডল অর্ডারের দুর্বলতা নিয়ে ভুগেছে আরসিবি। তাই রজত পাতিদারের মত তারকে দলে ধরে রাখতে পারে বেঙ্গালুরু। প্রয়োজনে ধরে খেলার পাশাপাশি মারকাটারি ব্যাটিং করতেও সিদ্ধহস্তক রজত পাতিদার।
advertisement
6/6
উইল জ্যাকস: গ্লেন ম্যাক্সওয়েল অফ কালার হওয়ার কারণে উইল জ্যাকস আরসিবিকে ভরসা দিয়েছিল। ফলে আসন্ন মরশুমে এই টি-২০ স্পেশালিস্টের উপর ভরসা দেখাতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
বাংলা খবর/ছবি/খেলা/
RCB News: চূড়ান্ত আরসিবির ৫ জনের রিটেনশন তালিকা! বাদ এক ঝাঁক তারকা? কারা থাকছে তাহলে
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল