TRENDING:

India vs Bangladesh: সারা মাঠ চেঁচাল বিরাট...বিরাট বলে! 'কোহলি' হয়ে গেলেন আরেকজন! চেন্নাই টেস্টে ধামাকা অশ্বিনের

Last Updated:
India vs Bangladesh: প্রথম দুই সেশন বাংলাদেশের নামে থাকলেও তৃতীয় সেশনে খেলা ঘুরিয়ে দিল ভারতীয় দল। সৌজন্য রবিচন্দ্রন অশ্বিনের দুরন্ত শতরান ও রবীন্দ্র জাদেজার অনবদ্য ব্যাটিং। টেস্টে নিজের ষষ্ঠ শতরান করলেন অশ্বিন।
advertisement
1/5
সারা মাঠ চেঁচাল বিরাট...বিরাট বলে! 'কোহলি' হয়ে গেলেন আরেকজন! ধামাকা করল অশ্বিন
প্রথম দুই সেশন বাংলাদেশের নামে থাকলেও তৃতীয় সেশনে খেলা ঘুরিয়ে দিল ভারতীয় দল। সৌজন্য রবিচন্দ্রন অশ্বিনের দুরন্ত শতরান ও রবীন্দ্র জাদেজার অনবদ্য ব্যাটিং। টেস্টে নিজের ষষ্ঠ শতরান করলেন অশ্বিন।
advertisement
2/5
ব্য়াট করতে যখন ক্রিজে নামেন অশ্বিন তখন ভারতের স্কোর ১৪৪ রানে ৬ উইকেট। দল দুশো পেরোতে পারবে কিনা সেই আশঙ্কার করছিলেন ফ্যানেরা। সেখান থেকে ফের একবার ভারতকে বাঁচাল ভারতের লোয়ার অর্ডারের দুই ব্যাটারের।
advertisement
3/5
ঠান্ডা মাথায় জাদেজাকে সঙ্গে নিয়ে ম্য়াচ বাঁচানো পার্টনারশিপ করেন অশ্বিন। জাদেজা একটু স্লো ব্যাটিং করলেও অশ্বিন কিন্তু আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেন রবিচন্দ্রন অশ্বিন। ১৯৫ রান জুটিতে যোগ করেন দুজনে।
advertisement
4/5
টেস্টে ষষ্ঠ শতরান করে ফেললেন রবিচন্দ্রন অশ্বিন। বাংলাদেশের বিরুদ্ধে এটি প্রথম টেস্ট সেঞ্চুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্ট্রাইক রেট। ১১২ বলে ১০২ রানের অপরাজিত অশ্বিন। তাঁর স্ট্রাইক রেট ৯১.০৭। ১০টি চার ও ২টি ছয়ে সাজানো ইনিংস। চেন্নাইতে টানা দ্বিতীয় সেঞ্চুরি অশ্বিনের।
advertisement
5/5
চেন্নাইতে প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৮০ ওভারে ৩৩৯ সালে ৬ উইকেট। ১১২ রানে ১০২ রান করে অপরাজিত অশ্বন। ১১৭ বলে ৮৬ রান করে অপরাজিত রবীন্দ্র জাদেজা। ভারতের তৃতীয় সর্বোচ্চ স্কোরার হলেন যশস্বী জয়সওয়াল। ৫৬ করেন তিনি।
বাংলা খবর/ছবি/খেলা/
India vs Bangladesh: সারা মাঠ চেঁচাল বিরাট...বিরাট বলে! 'কোহলি' হয়ে গেলেন আরেকজন! চেন্নাই টেস্টে ধামাকা অশ্বিনের
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল