India vs Bangladesh: সারা মাঠ চেঁচাল বিরাট...বিরাট বলে! 'কোহলি' হয়ে গেলেন আরেকজন! চেন্নাই টেস্টে ধামাকা অশ্বিনের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs Bangladesh: প্রথম দুই সেশন বাংলাদেশের নামে থাকলেও তৃতীয় সেশনে খেলা ঘুরিয়ে দিল ভারতীয় দল। সৌজন্য রবিচন্দ্রন অশ্বিনের দুরন্ত শতরান ও রবীন্দ্র জাদেজার অনবদ্য ব্যাটিং। টেস্টে নিজের ষষ্ঠ শতরান করলেন অশ্বিন।
advertisement
1/5

প্রথম দুই সেশন বাংলাদেশের নামে থাকলেও তৃতীয় সেশনে খেলা ঘুরিয়ে দিল ভারতীয় দল। সৌজন্য রবিচন্দ্রন অশ্বিনের দুরন্ত শতরান ও রবীন্দ্র জাদেজার অনবদ্য ব্যাটিং। টেস্টে নিজের ষষ্ঠ শতরান করলেন অশ্বিন।
advertisement
2/5
ব্য়াট করতে যখন ক্রিজে নামেন অশ্বিন তখন ভারতের স্কোর ১৪৪ রানে ৬ উইকেট। দল দুশো পেরোতে পারবে কিনা সেই আশঙ্কার করছিলেন ফ্যানেরা। সেখান থেকে ফের একবার ভারতকে বাঁচাল ভারতের লোয়ার অর্ডারের দুই ব্যাটারের।
advertisement
3/5
ঠান্ডা মাথায় জাদেজাকে সঙ্গে নিয়ে ম্য়াচ বাঁচানো পার্টনারশিপ করেন অশ্বিন। জাদেজা একটু স্লো ব্যাটিং করলেও অশ্বিন কিন্তু আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেন রবিচন্দ্রন অশ্বিন। ১৯৫ রান জুটিতে যোগ করেন দুজনে।
advertisement
4/5
টেস্টে ষষ্ঠ শতরান করে ফেললেন রবিচন্দ্রন অশ্বিন। বাংলাদেশের বিরুদ্ধে এটি প্রথম টেস্ট সেঞ্চুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্ট্রাইক রেট। ১১২ বলে ১০২ রানের অপরাজিত অশ্বিন। তাঁর স্ট্রাইক রেট ৯১.০৭। ১০টি চার ও ২টি ছয়ে সাজানো ইনিংস। চেন্নাইতে টানা দ্বিতীয় সেঞ্চুরি অশ্বিনের।
advertisement
5/5
চেন্নাইতে প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৮০ ওভারে ৩৩৯ সালে ৬ উইকেট। ১১২ রানে ১০২ রান করে অপরাজিত অশ্বন। ১১৭ বলে ৮৬ রান করে অপরাজিত রবীন্দ্র জাদেজা। ভারতের তৃতীয় সর্বোচ্চ স্কোরার হলেন যশস্বী জয়সওয়াল। ৫৬ করেন তিনি।