IND vs BAN: কানপুরে বড় রেকর্ড গড়লেন অশ্বিন, সঙ্গে আরও ৫ নজির গড়ার হাতছানি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs Bangladesh 2nd Test: বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে একটি উইকেট নিতেই বড় রেকর্ড গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। টেস্টের চতুর্থ ইনিংসে অশ্বিনের মোট উইকেট সংখ্যা হল ১০০। ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ তিনি। একই সঙ্গে আরও পাঁচ বড় রেকর্ড গড়ার সুযোগ।
advertisement
1/6

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে একটি উইকেট নিতেই বড় রেকর্ড গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। টেস্টের চতুর্থ ইনিংসে অশ্বিনের মোট উইকেট সংখ্যা হল ১০০। ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ তিনি। একই সঙ্গে আরও পাঁচ বড় রেকর্ড গড়ার সুযোগ। (Photo Courtesy- AP)
advertisement
2/6
বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে বেশি উইকেট নিয়েছেন জাহির খান। প্রাক্তন বাঁ হাতি পেসারের রয়েছে ৩১টি উইকেট। ২৯টি উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন অশ্বিন। আর ৩টি উইকেট নিলেই শীর্ষে পৌছে যাবেন অশ্বিন। (Photo Courtesy- AP)
advertisement
3/6
টেস্টে ৩৭টি বার পাঁচ উইকেট নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে শেন ওয়ার্ন ও রবিচন্দ্রন অশ্বিন। কানপুরে অশ্বিন ৫ উইকেট নিতে পারলেই ওয়ার্নকে টপকে দ্বিতীয় স্থান দখল করবেন ভারতীয় স্পিনার। (Photo Courtesy- AP)
advertisement
4/6
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি মরশুমে এখনও পর্যন্ত সবথেকে বেশি উইকেট রয়েছে অস্ট্রেলিয়ার জস হ্যাজলউডের। কানপুর টেস্টে অজি পেসারকে টপকে শীর্ষে যাওয়ার হাতছানি অশ্বিনের সামনে।
advertisement
5/6
এখনও পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সর্বাধিক উইকেট রয়েছে অস্ট্রেলিয়ার তারকা স্পিনার ন্যাথান লায়নের। তাঁর উইকেট সংখ্যা ১৮৭টি। অশ্বিনের উইকেট সংখ্যা ১৮০। ফলে কানপুরে লায়নকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে অশ্বিনের সামনে।
advertisement
6/6
টেস্টে সর্বাধিক উইকেট শিকারীদের তালিকায় ৫৩০ উইকেট নিয়ে সপ্তম স্থানে রয়েছেন ন্যাথান লায়ন। কানপুর টেস্টে ৯ উইকেট নিলেই সপ্তম স্থানে উঠে আসবেন ভারতের তারকা স্পিনার।