রবি শাস্ত্রী জুতো হাতে তাড়া করেছিলেন পাকিস্তানের এই তারকাকে! ভয়ঙ্কর কাণ্ড
- Published by:Suman Majumder
Last Updated:
Ravi Shastri: ড্রেসিংরুমে বিরাট ঝামেলা হয়েছিল। পাক তারকাকে জুতো হাতে তাড়া করেছিলেন রবি শাস্ত্রী।
advertisement
1/5

রবি শাস্ত্রী ক্রিকেটার এবং কোচ হিসেবে অনেক বড় রেকর্ড গড়েছেন। ৬ বলে ৬ ছক্কা মারার কীর্তি গড়েছেন তিনি। ১৯৮৭ সালে পাকিস্তান সিরিজ খেলতে ভারত সফরে এসেছিল। সোই সময়ে হায়দরাবাদে ঘটে যাওয়া একটি ঘটনা আজও মনে আছে অনেকেরই।
advertisement
2/5
ভারত-পাকিস্তানের ম্যাচ সবসময়ই আকর্ষণীয়। ১৯৮৭ সালে পাকিস্তান দল ভারত সফরে এসেছিল। তৃতীয় ম্যাচটি হয় হায়দরাবাদে। ম্যাচ জিততে পাকিস্তানকে শেষ বলে এক রান করতে হলেও রান আউট হন আবদুল কাদির। ম্যাচ টাই হয়ে যায়।
advertisement
3/5
প্রথমে খেলতে নেমে ৬ উইকেটে ২১২ রান করেছিল ভারত। জবাবে পাকিস্তান ৭ উইকেটে ২১২ রান করে। কাদির রান আউট না হলে ম্যাচটি টাই হয়ে যেত। নিয়ম অনুযায়ী, এক উইকেট পড়ে যাওয়ায় জয়ী হয় ভারতীয় দল। হারের পর খুব বিরক্ত হন জাভেদ মিয়াঁদাদ।
advertisement
4/5
শাস্ত্রী তাঁর বই 'স্টারগেজিং দ্য প্লেয়ারস ইন মাই লাইফ'-এ এই ঘটনার কথা জানিয়েছেন। শাস্ত্রী লিখেছেন, হারের পর ক্ষুব্ধ হয়েছিলেন মিয়াঁদাদ। ওরা আমাদের ড্রেসিংরুমে ঢুকে বলছিল, এই ম্যাচটা ভারত জোচ্চুরি করে জিতেছে। কথাটা শুনে আমার খুব রাগ হয়েছিল।
advertisement
5/5
এর পর রবি শাস্ত্রী জুতো তুলে জাভেদ মিয়াঁদাদের দিকে এগিয়ে যান। মিয়াঁদাদ দৌড়তে শুরু করেন। পাকিস্তানের ড্রেসিংরুম পর্যন্ত শাস্ত্রী তাঁকে তাড়া করেন। এর পর ক্যাপ্টেন ইমরান খান হস্তক্ষেপ করে বিষয়টি শান্তিপূর্ণভাবে মিটিয়ে দেন। তবে ঘটনাটি দ্রুতই ভুলে যান দুই তারকা।