Ranji Trophy Final 2023: প্রথম সেশনে ২ উইকেট নিলেও রঞ্জি ফাইনালে চাপে বাংলা
- Published by:Sudip Paul
Last Updated:
Ranji Trophy Final 2023: ইডেন গার্ডেন্সে দ্বিতীয় দিনের প্রথম সেশনের পরে চাপে বাংলা দল। লাঞ্চের আগে ২ উইকেট নিলেও বাংলার স্কোরের কাছে পৌছে গিয়েছে সৌরাষ্ট্র।
advertisement
1/5

বাংলা বনাম সৌরাষ্ট্রের রঞ্জি ট্রফির ফাইনালের দ্বিতীয় দিন। প্রথম সেশনে দুই উইকেট নিলেও চাপ কমেনি মনোজ তিওয়ারির দলের। কারণ বাংলার প্রথম ইনিংসের রানের কাছে পৌছে গিয়েছে জয়দেব উনাদকাটের দল।
advertisement
2/5
প্রথম দিন টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় সৌরাষ্ট্র। ব্যাটিং ভরাডপবির সম্মুখীন হয় বাংলা। শাহবাজ আহমেদ ও অভিষেক পোড়েলের অর্ধশতরানের সৌজন্যে ১৭৪ রান করে বাংলা। প্রথম দিনের শেষে সৌরাষ্ট্রের স্কোর ছিল ৮১ রানে ২ উইকেট।
advertisement
3/5
দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে নাইট ওয়াচম্যান চেতন সাকারিয়াকে নিয়ে শুরুটা ভালো করেছিল হার্ভিক দেশাই। নিজের অর্ধশতরানও পূরণ করেন তিনি। দলের ১০১ রানের মাথায় ব্যক্তিগত ৫০ রান করে মুকেশ কুমারের বলে আউট হন হার্ভিক দেশাই।
advertisement
4/5
চতুর্থ উইকেটের জন্য বেশি অপেক্ষা করতে হয়নি বাংলাকে। ১০৯ রানে পরের উইকটে হারায় সৌরাষ্ট্র। ৮ রান করে ঈশান পোড়েলর বলে আউট হন চেতন সাকারিয়া। এরপর শেলডন জ্যাকসন ও অর্পিত ব্যাসদেভা মিলে এগিয়ে নিয়ে যান দলের স্কোরবোর্ড।
advertisement
5/5
মধ্যাহ্ন বিরতি পর্যন্ত আর কোনও উইকেট ফেলতে পারেনি বাংলা। দ্বিতীয় দিনের লাঞ্চে সৌরাষ্ট্রের স্কোর ছিল ১৪৮ রানে ৪ উইকেট। শেলডন জ্যাকসন ২৯ ও অর্পিত ব্যাসদেভা ১৫ রানে অপরাজিত। ফলে দ্বিতীয় দিনে চাপ বাড়ছে বাংলার উপর তা বলাই যায়।