Ranji Trophy Final 2023: মান বাঁচাল শাহবাজ ও অভিষেকের অর্ধশতরান, ১৭৪-এ শেষ বাংলার প্রথম ইনিংস
- Published by:Sudip Paul
Last Updated:
Ranji Trophy Final 2023: ইডেন গার্ডেন্সে রঞ্জি ফাইনালের প্রথম সেশনের ব্যাটিং বিপর্যয় সামলে কিছুটা ঘুড়ে দাঁড়াল বাংলা দল। সৌজন্যে শাহবাজ আহমেদ ও অভিষেক পোড়েলের লড়াকু ব্যাটিং। শেষ পর্যন্ত ১৭৪ রানে শেষ বাংলার প্রথম ইনিংস।
advertisement
1/6

শাহবাজ আহমেদ ও অভিষেক পোড়েলের জুটি ভাঙতেই ফের ধস নামল বাংলা ব্যাটিংয়ে। চা বিরতির পরই ১৭৪ রানে অলআউট হয়ে গেল বাংলা দল। শাহবাজ ও অভিষেকের অর্ধশতরান লজ্জার হাত থেকে বাঁচাল বাংলাকে।
advertisement
2/6
টস হেরে ব্যাট করতে নেমেই শুরু থেকে ধস নামে বাংলার ব্যাটিং অর্ডারে। জয়দেব উনাদকাট ও চেতন সাকারিয়ার দাপটে ৩৪ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বসে বাংলা দল।
advertisement
3/6
কিছুটা লড়াই করার চেষ্টা করেন শাহবাজ আহমেদ ও আকাশ ঘটক। দুজন মিলে জুটিতে ৩১ রান যোগ করে। ৬৫ রানে ষষ্ঠ উইকেট পড়ে বাংলার। ১৭ রান করে আউট হন আকাশ ঘটক।
advertisement
4/6
এরপর ইনিংসের রাশ ধরেন শাহবাজ ও অভিষেক। ঠান্ডা মাথায় এগিয়ে নিয়ে যান দলের স্কোর বোর্ড। শতরানের পার্টনারশিপ করেন শাহবাজ আহমেদ ও অভিষেক পোড়েল।
advertisement
5/6
নিজের অর্ধশতরানও পূরণ করেন শাহবাজ আহমেদ। ১৬৬ রানে সপ্তম উইকেট পড়ে বাংলার। ৬৯ রান করে আউট হন শাহবাজ আহমেদ। চা বিরতির পর নিজের অর্ধশতরান করে আউট হন অভিষেক পোড়েলও।
advertisement
6/6
শেষের দিকে বাংলার টেলেন্ডাররা খুব একটা লড়াই দিতে পারেনি। ১৭৪ রানে অলআউট হয়ে যায়। ৩টি করে উইকেট নেন জয়দেব উনাদকাট ও চেতন সাকারিয়া। ২টি করে উইকেট নেন চিরাগ জানি ও ডি জাদেজা।