সৌরভ বনাম রানি! কেউ কাউকে ছাড়বেন না, এমন 'লড়াই'! এই ঘটনা না শুনলে আফসোস হবে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Sourav Ganguly-Rani Mukherjee- সৌরভ কোনওমতেই গান গাইতে রাজি নন। নানা অছিলায় কথা ঘোরানোর চেষ্টা করে চলেছেন। আর ওদিকে রানিও নাছোরবান্দা। সৌরভকে দিয়ে গান গাওয়াবেন।
advertisement
1/6

বলিউড কুইন তাঁকে বললে হয়তো ভুল বলা হবে না। আবার এটাও বলা যায়, এক বাঙালির মুম্বই জয়! তিনি রানি মুখোপাধ্যায়। তবে জানেন কি, একবার সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে বেশ প্যাঁচে ফেলেছিলেন রানি।
advertisement
2/6
রানি মুখোপাধ্যায় সেবার গিয়েছিলেন দাদাগিরিতে। সৌরভ সঞ্চালক। দুই বাঙালির কথোপথনে শো জমে উঠেছিল। আচমকা রানি এমন এক আবদার করলেন সৌরভের কাছে, দাদা তো একেবারে লজ্জায় লাল।
advertisement
3/6
অনুষ্ঠানের মাঝে দুম করে সৌরভের কাছে একটি গান শোনানোর আবদার করে বসেন রানি। দাদা তো সেই আবদার শুনে থ। তিনি বলতে থাকেন, আমি ক্রিকেট জগতের মানুষ। গান-টান গাইতে পারি না। রানিও তাঁকে ছাড়ার পাত্রী নন। চেপে ধরলেন। গাইতেই হবে।
advertisement
4/6
সৌরভ কোনওমতেই গান গাইতে রাজি নন। নানা অছিলায় কথা ঘোরানোর চেষ্টা করে চলেছেন। আর ওদিকে রানিও নাছোরবান্দা। সৌরভকে দিয়ে গান গাওয়াবেন। দুজনের এই মিষ্টি লড়াই জমে উঠল। আরও জমে গেল অনুষ্ঠান।
advertisement
5/6
শেষ পর্যন্ত রানি নিজেই গান ধরলেন। গুলাম সিনেমার সেই জনপ্রিয় গান, 'এ, কেয়া বোলতি তু?' পরের লাইনটা কোনওক্রমে গেয়ে যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল সৌরভের।
advertisement
6/6
২০১১ সালে মহুয়া বাংলা চ্যানেলে 'কে হবে বাংলার কোটিপতি' অনুষ্ঠান হত। ওই অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সৌরভ। সেবার অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন রানি।