TRENDING:

"লর্ডসের ব্যালকনিতে জার্সি ওড়ানোই সেরা মুহূর্ত", ইডেনে দাঁড়িয়ে সৌরভকে নিয়ে নস্টালজিক রণবীর

Last Updated:
'তু ঝুটি ম্যায় মক্কার' ছবি প্রমোশনে কলকাতা এসেছেন রণবীর কাপর। সেই সূত্রেই ক্রিেকটের নন্দন কানন ইডেন গার্ডেন্সে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ রণবীরের। দুই তারকা অংশ নিলেন প্রীতি ম্যাচে।
advertisement
1/8
"লর্ডসে জার্সি ওড়ানোই সেরা মুহূর্ত", ইডেনে সৌরভকে নিয়ে নস্টালজিক রণবীর
'তু ঝুটি ম্যায় মক্কার' ছবি প্রমোশনে কলকাতা এসেছেন রণবীর কাপর। সেই সূত্রেই ক্রিেকটের নন্দন কানন ইডেন গার্ডেন্সে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ রণবীরের।
advertisement
2/8
'তু ঝুটি ম্যায় মক্কার' ছবির একই প্রোডাকশন হাউস সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকও তৈরি করছে। ইডেনে উপস্থিত হয়েছেন লাভ প্রোডাকশনের কর্ণধার।
advertisement
3/8
একটি প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেন সৌরভ ও রণবীরের দল। Dada's Jhooti eleven এবং Ranbir's Makkar eleven এই দুই দলের ক্রিকেট দেখতে উন্মাদনা ছিল যথেষ্ট।
advertisement
4/8
সৌরভের বলে ব্যাট করার স্বপ্নপূরণও হয় রণবীরের। একইসঙ্গে ইডেনে খেলতে পেরে ও দাদার সঙ্গ পেয়েও খুবই উচ্ছ্বসিত বলিউড সুপার স্টার।
advertisement
5/8
ইডেন গার্ডেন্সে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সামনে নস্টালজিক হয়ে পড়েন রণবীর কাপুর। জানান, রণবীরের চোখে সৌরভের প্রিয় মুহূর্ত লর্ডসে জামা ওড়ানো। সেইসময় রনবীরের বয়স ছিল কুড়ি।
advertisement
6/8
এছাড়াও রণবীর কাপুর জানান, দাদার বায়োপিকে অভিনয়ের প্রস্তাব আসেনি। আমি কিশোরকুমারের বায়োপিকে কাজ করছি। খুব প্রাথমিক পর্যায়ে বিষয়টি রয়েছে সেই সিনেমার কাজ।
advertisement
7/8
সৌরভ জানান, "রণবীরকে আমার বায়োপিকের জন্য প্রথম পছন্দ হলেও ও আমার বায়োপিকে কাজ করছে না। রনবীর ভালো অভিনেতা। অভিনয়ের ঘরাণা রয়েছে ওর পরিবারে। আমি ওর প্রায় প্রতিটি ছবি দেখেছি।"
advertisement
8/8
এদিন ইডেনে সৌরভ গঙ্গোপাধ্যায় ও রণবীর কাপুরের যুগলবন্দি দেখতে বড় মাত্রায় ফ্যানেরা ভিড় জমিয়েছিল। রণবীরের 'তু ঝুটি ম্যায় মক্কার' ছবি হিট হওয়ার শুভেচ্ছাও জানিয়েছেন সৌরভ।
বাংলা খবর/ছবি/খেলা/
"লর্ডসের ব্যালকনিতে জার্সি ওড়ানোই সেরা মুহূর্ত", ইডেনে দাঁড়িয়ে সৌরভকে নিয়ে নস্টালজিক রণবীর
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল