"লর্ডসের ব্যালকনিতে জার্সি ওড়ানোই সেরা মুহূর্ত", ইডেনে দাঁড়িয়ে সৌরভকে নিয়ে নস্টালজিক রণবীর
- Published by:Sudip Paul
- Written by: ERON ROY BURMAN
Last Updated:
'তু ঝুটি ম্যায় মক্কার' ছবি প্রমোশনে কলকাতা এসেছেন রণবীর কাপর। সেই সূত্রেই ক্রিেকটের নন্দন কানন ইডেন গার্ডেন্সে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ রণবীরের। দুই তারকা অংশ নিলেন প্রীতি ম্যাচে।
advertisement
1/8

'তু ঝুটি ম্যায় মক্কার' ছবি প্রমোশনে কলকাতা এসেছেন রণবীর কাপর। সেই সূত্রেই ক্রিেকটের নন্দন কানন ইডেন গার্ডেন্সে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ রণবীরের।
advertisement
2/8
'তু ঝুটি ম্যায় মক্কার' ছবির একই প্রোডাকশন হাউস সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকও তৈরি করছে। ইডেনে উপস্থিত হয়েছেন লাভ প্রোডাকশনের কর্ণধার।
advertisement
3/8
একটি প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেন সৌরভ ও রণবীরের দল। Dada's Jhooti eleven এবং Ranbir's Makkar eleven এই দুই দলের ক্রিকেট দেখতে উন্মাদনা ছিল যথেষ্ট।
advertisement
4/8
সৌরভের বলে ব্যাট করার স্বপ্নপূরণও হয় রণবীরের। একইসঙ্গে ইডেনে খেলতে পেরে ও দাদার সঙ্গ পেয়েও খুবই উচ্ছ্বসিত বলিউড সুপার স্টার।
advertisement
5/8
ইডেন গার্ডেন্সে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সামনে নস্টালজিক হয়ে পড়েন রণবীর কাপুর। জানান, রণবীরের চোখে সৌরভের প্রিয় মুহূর্ত লর্ডসে জামা ওড়ানো। সেইসময় রনবীরের বয়স ছিল কুড়ি।
advertisement
6/8
এছাড়াও রণবীর কাপুর জানান, দাদার বায়োপিকে অভিনয়ের প্রস্তাব আসেনি। আমি কিশোরকুমারের বায়োপিকে কাজ করছি। খুব প্রাথমিক পর্যায়ে বিষয়টি রয়েছে সেই সিনেমার কাজ।
advertisement
7/8
সৌরভ জানান, "রণবীরকে আমার বায়োপিকের জন্য প্রথম পছন্দ হলেও ও আমার বায়োপিকে কাজ করছে না। রনবীর ভালো অভিনেতা। অভিনয়ের ঘরাণা রয়েছে ওর পরিবারে। আমি ওর প্রায় প্রতিটি ছবি দেখেছি।"
advertisement
8/8
এদিন ইডেনে সৌরভ গঙ্গোপাধ্যায় ও রণবীর কাপুরের যুগলবন্দি দেখতে বড় মাত্রায় ফ্যানেরা ভিড় জমিয়েছিল। রণবীরের 'তু ঝুটি ম্যায় মক্কার' ছবি হিট হওয়ার শুভেচ্ছাও জানিয়েছেন সৌরভ।