প্রজ্ঞানন্দ আসছেন কলকাতায়! সারা দেশের ভালবাসা পাওয়া দাবাড়ু এবার হাতের নাগালে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
rameshbabu praggnanandhaa: দুদিনের মধ্যে কলকাতায় আসছেন প্রজ্ঞানন্দ।
advertisement
1/6

গত কয়েকদিনে সারা দেশে সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। সেই প্রজ্ঞানন্দ এবার আসছেন কলকাতায়। ৩০ অগাস্ট শহরে এশিয়ান গেমসের প্রস্তুতি নিতে আসার কথা তাঁর।
advertisement
2/6
প্রজ্ঞানন্দ ছাড়াও বিদিত গুজরাতি, অর্জুন এরিগাইসি, ডি গুকেশ ও পেন্টালা হরিকৃষ্ণ কলকাতার এই শিবিরে থাকবেন বলে জানা গিয়েছে।
advertisement
3/6
আজারবাইজানের রাজধানী বাকুতে কয়েকদিন আগেই শেষ হয়েছে ফিডে আয়োজিত দাবা বিশ্বকাপের আসর। ফাইনালে উঠেছিলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। ফাইনালে নরওয়ের কিংবদন্তি ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও খেতাব জিততে পারেননি ভারতীয় তারকা। তবে গোটা দেশের মন জয় করেছিলেন।
advertisement
4/6
এবার হাংঝাউ এশিয়ান গেমসে ভারতের হয়ে দাবার বোর্ডে লড়বেন প্রজ্ঞানন্দ। তারই প্রস্তুতি শুরু হবে কলকাতায়।
advertisement
5/6
কিংবদন্তি গ্রান্ডমাস্টার বরিস গেলফ্যান্ড কলকাতার এই শিবিরে নেতৃত্ব দেবেন। চারদিনের ট্যাকটিকাল শিবির হবে এখানে। মেয়েদের শিবির অবশ্য শুরু হয়ে গিয়েছে। চলবে মঙ্গলবার পর্যন্ত।
advertisement
6/6
এশিয়ান গেমসে ভারতের যে পাঁচজন অংশ নেবেন তাঁরাই থাকবেন এই ট্যাকটিকাল শিবিরে।