কোন শট-এর কী নাম জানতেন না! তবুও ক্রিকেটে কমেন্ট্রি করতেন রাজু শ্রীবাস্তব
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Raju Srivastava: রাজু শ্রীবাস্তবের আসল নাম জানেন! তিনি ক্রিকেটে কমেন্ট্রিও করেছেন জানেন!
advertisement
1/6

৪১ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়লেন তিনি। কিন্তু শেষমেশ এই লড়াইয়ে হেরেই গেলেন রাজু শ্রীবাস্তব। সারা জীবন সবাইকে হাসিয়ে, মাতিয়ে রাখা মানুষটা চলে গেলেন সবাইকে কাঁদিয়ে।
advertisement
2/6
তাঁর আসল নাম ছিল সত্যপ্রকাশ শ্রীবাস্তব। কানপুরে জন্ম তাঁর। একটা সময় গলি ক্রিকেটে কমেন্ট্রি করেছেন রাজু শ্রীবাস্তব। তাঁর কমেন্ট্রি-এর স্টাইল পছন্দ করতেন বহু মানুষ।
advertisement
3/6
রাজু শ্রীবাস্তব একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি গলি ক্রিকেটে কমেন্ট্রি করতে ভালবাসতেন। তবে তাঁকে সমস্যায় পড়তে হত। কারণ তিনি ক্রিকেট শট-এর নাম জানতেন না।
advertisement
4/6
রাজু শ্রীবাস্তব বলেছিলেন, গলি ক্রিকটে কমেন্ট্রির জন্য আমন্ত্রণ করা হত তাঁকে। যেহেতু তিনি ক্রিকেট শট-এর নাম জানতেন না, তাই বেশিরভাগ সময় ক্রিকেটারদের ব্যাপারে কথা বলতেন। তাতেই তাঁর কমেন্ট্রি হিট হয়ে যেত।
advertisement
5/6
১০ অগাস্ট থেকে হাসপাতালে ভর্তি ছিলেন রাজু শ্রীবাস্তব। ৫৮ বছর বয়সে প্রয়াত হলেন তিনি।
advertisement
6/6
রাজু শ্রীবাস্তবের স্ত্রীর নাম শিখা। ছেলের নাম আয়ুষ্মান ও মেয়ের নাম অন্তরা।