TRENDING:

সই হয়ে গেল! আইপিএলে ফিরছেন রাহুল দ্রাবিড়! এবার 'এই' দলের কোচ

Last Updated:
Rahul Dravid- রাহুল দ্রাবিড়ের RR-এ প্রত্যাবর্তন অনেকটা ঘরের ছেলে ঘরে ফেরার মতোই। ২০১২ এবং ২০১৩-তে রাজস্থানের ক্যাপ্টেন ছিলেন তিনি। ২০১৪ এবং ২০১৫-তে টিম ডিরেক্টর ও মেন্টরের ভূমিকায় ছিলেন দ্য ওয়াল।
advertisement
1/6
সই হয়ে গেল! আইপিএলে ফিরছেন রাহুল দ্রাবিড়! এবার 'এই' দলের কোচ
সামনেই IPL-এর নিলাম। তার আগে ক্রিকেটার ছাড়া-ধরার ব্যাপারে মন দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। আর এখানেই কার্যত বাকিদলগুলি দশ গোল দিল রাজস্থান। যে দ্রাবিড়ের হাত ধরে কিছুদিন আগে টি-২০ বিশ্বকাপ জিতেছে ভারত, তাঁকেই এবার হেড কোচের আসনে বসাল তারা।
advertisement
2/6
রাহুল দ্রাবিড়ের RR-এ প্রত্যাবর্তন অনেকটা ঘরের ছেলে ঘরে ফেরার মতোই। ২০১২ এবং ২০১৩-তে রাজস্থানের ক্যাপ্টেন ছিলেন তিনি। ২০১৪ এবং ২০১৫-তে টিম ডিরেক্টর ও মেন্টরের ভূমিকায় ছিলেন দ্য ওয়াল। প্রায় ৯ বছর পরে ঘরে ফিরে কি রাজস্থানের ভাগ্য বদলাতে পারবেন? সেটাই এখন দেখার।
advertisement
3/6
দায়িত্ব নিয়েই কাজ শুরু করে দিয়েছেন ভারতের প্রাক্তন সুপারস্টার। সূত্রের খবর, চুক্তি চূড়ান্ত হওয়ার পরেই তিনি রাজস্থান কর্তাদের সঙ্গে কয়েক খেপে বৈঠক সেরে নিয়েছেন। পুরোটাই মূলত কোন কোন ক্রিকেটারদের আসন্ন আইপিএলে রেখে দেওয়া হবে, কাদের ছেড়ে দেওয়া হবে সেই নিয়ে।
advertisement
4/6
শুধু একা রাহুল দ্রাবিড় নন। তাঁর সাপোর্ট স্টাফ হিসাবে যুক্ত হতে চলেছেন বিক্রম রাঠোরও। খবর এমনই। প্রসঙ্গত, এই দুই জুটি এর আগে NCA-তেও একসঙ্গে কাজ করেছেন। তাছাড়া রাঠোর ভারতের ব্যাটিং কোচের ভূমিকাও পালন করেছেন।
advertisement
5/6
পরিসংখ্য়ান বলছে, ক্রিকেট লেজেন্ড শেন ওয়ার্নের হাত ধরে মাত্র একবারই IPLচ্যাম্পিয়ন হয়েছে রাজস্থান। এরপর সেরা পারফরম্যান্স বলতে ২০২২-এ রানার্স। দ্রাবিড়ের প্রত্যাবর্তন কি এবার মিডাস টাচের মতো কাজ করবে? রাজস্থানে কি যাবে IPL ট্রফি? উত্তরের জন্য অপেক্ষা করতে হবে কিছুদিন।
advertisement
6/6
ভারতীয় দলের কোচ হিসেবে তাঁর সঙ্গে চুক্তি বাড়াতে চেয়েছিল বিসিসিআই। তবে তিনি আর রাজি হননি। তার পরই আইপিএলে তাঁর প্রত্যাবর্তনের খবর শোনা যাচ্ছিল।
বাংলা খবর/ছবি/খেলা/
সই হয়ে গেল! আইপিএলে ফিরছেন রাহুল দ্রাবিড়! এবার 'এই' দলের কোচ
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল