Viral Photos: বউয়ের সিঁথিতে সিঁদুরদান থেকে গায়ে হলুদে মাখামাখি সোহাগ, রাহুল চাহারের বিয়ের অ্যালবাম
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
রাহুল ও ঈশানি এই ফটোটি এই বিয়ের অ্যালবামের সবচেয়ে ভাইরাল ফটো ৷
advertisement
1/9

#গোয়া: ভারতের তারকা বোলার রাহুল চাহার কিছুদিন আগেই নিজের নিজের দীর্ঘদিনের গার্লফ্রেন্ড ঈশানির সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন৷ রাহুল ও ঈশানি ৯ মার্চ বিয়ে করেছেন৷
advertisement
2/9
ভারতীয় বোলারের গায়ে হলুদ থেকে নব বধূকে সিঁদুর দানের পুরো বিয়ের অ্যালবাম এখন ভাইরাল হয়ে গেছে৷
advertisement
3/9
রাহুল ডিসেম্বরের ২০১৯ সালে ঈশানির সঙ্গে বাগদান পর্ব সেরেছিলেন৷ কিন্তু ২ বছর বাদে তাঁরা সেরে নিলেন সাত পাক৷ বিয়ের অনুষ্ঠানে পরিবার ও কাছের লোকজন সামিল হয়েছিলেন৷
advertisement
4/9
ঈশানীর সিঁথিতে সিঁদুর দেন রাহুল চাহার৷ (pc: rahul chahar instagram)
advertisement
5/9
নিজেদের গায়ে হলুদ অনুষ্ঠানে রাহুল চাহার এবং ঈশানি৷ pc: rahul chahar instagram)
advertisement
6/9
রাহুল চাহার নিজের গায়ে হলুদে একেবারে মস্তি মেজাজে ছিলেন৷ (pc: rahul chahar instagram)
advertisement
7/9
গায়ে হলুদের সময়ে বর বউ দুজনেই একে অপরকে গায়ে হলুদ লাগান৷ (pc: rahul chahar instagram)
advertisement
8/9
রাহুলের ভাই, দীপক চাহারও গায়ে হলুদ লাগান৷ দুই ভাই মিলে দারুণ মস্তি করেন৷ দীপক চাহারের বাগদত্তা জয়া ভরদ্বাজও এই অনুষ্ঠানে হাজির ছিলেন৷ (pc: rahul chahar instagram)
advertisement
9/9
রাহুল ও ঈশানি এই ফটোটি এই বিয়ের অ্যালবামের সবচেয়ে ভাইরাল ফটো ৷ (pc: rahul chahar instagram)