TRENDING:

Quinton de kock Statement On BLM Movement: 'রেসিস্ট নই, কিন্তু জোর করে হাঁটু মুড়ে বসতে চাইনি', সাফাই ডি'ককের

Last Updated:
Quinton De Cock On BLM: 'বিশ্বকাপ এলেই নানারকম নাটক শুরু হয়। ব্ল্যাক লাইভ ম্যাটারস মুভমেন্ট-এর অনেক আগে থেকেই আমি এই ব্যাপারে সচেতন।'
advertisement
1/5
'রেসিস্ট নই, কিন্তু জোর করে হাঁটু মুড়ে বসতে চাইনি', সাফাই ডি'ককের
চলতি বিশ্বকাপে ব্ল্যাক লাইভ ম্যাটারস্ মুভমেন্ট-কে সমর্থন জানিয়েছে প্রায় সব দল। বিশ্বের বিভিন্ন দেশে কৃষ্ণাঙ্গদের উপর নির্যাতনের প্রতিবাদে এই মুভমেন্ট। তার জন্যই ভারত, ইংল্যান্ড সহ বহু দেশের ক্রিকেটাররা ম্যাচ শুরুর আগে হাঁটু গেড়ে বসে সেই মুভমেন্টকে সমর্থন জানিয়েছেন। তবে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক সেটা করেননি।
advertisement
2/5
চলতি টি-২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে ব্ল্যাক লাইভ ম্যাটারস-এর সমর্থনে হাঁটু মুড়ে বসতে রাজি হননি ডি কক। তার পর বিতর্ক তৈরি হয়েছে। দক্ষিণ আফ্রিকার বোর্ড ডি কককে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে খেলতে দেয়নি। কারণ তিনি বোর্ডের নির্দেশ অমান্য করেছিলেন।
advertisement
3/5
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচের পর দক্ষিণ আফ্রিকা বোর্ডের বিবৃতি দেখা গিয়েছিল। তবে ডি কক এই নিয়ে কিছু বলেননি। এতদিন পর শেষে মুখ খুললেন ডি কক। কেন সেদিন হাঁটু মুড়ে বসলেন না, তার কারণ জানিয়েছেন তিনি।
advertisement
4/5
ডি কক বলেছেন, আমি রেসিস্ট নই। তবে জোর করে কিছু করানোর ব্যাপারে রাজি নই। দক্ষিণ আফ্রিকার বোর্ড নির্দেশ দেওয়ার পর মনে হয়েছিল, এটা আমার ইচ্ছের বিরুদ্ধে করিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাই আমি রাজি হইনি। আমার এমন সিদ্ধান্ত কাউকে কষ্ট দিলে ক্ষমাপ্রার্থী।
advertisement
5/5
ডিকক এদিন আরও বলেন, বিশ্বকাপ এলেই নানারকম নাটক শুরু হয়। আমার কাছে সবার জীবন গুরুত্বপূর্ণ। ব্ল্যাক লাইভ ম্যাটারস আন্তর্জাতিক মুভমেন্ট হওয়ার পর থেকে নয়। ছোট থেকেই আমি প্রত্যেকের জীবনের মূল্য বুঝেছি। এভাবেই আমি বড় হয়েছি।
বাংলা খবর/ছবি/খেলা/
Quinton de kock Statement On BLM Movement: 'রেসিস্ট নই, কিন্তু জোর করে হাঁটু মুড়ে বসতে চাইনি', সাফাই ডি'ককের
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল