IPL 2025 Final RCB vs PBKS: ফাইনাল না খেলেই আইপিএল চ্যাম্পিয়ন হবে পঞ্জাব! স্বপ্নভঙ্গ হবে আরসিবির? রয়েছে এমন সম্ভাবনাও
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2025 Final, RCB vs PBKS: ৩ জুন আইপিএল ২০২৫-এর মেগা ফাইনালে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পঞ্জাব কিংস। বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ারের দলের দ্বৈরথ দেখতে মুখিয়ে রয়েছে ক্রিকেট প্রেমিরা।
advertisement
1/6

৩ জুন আইপিএল ২০২৫-এর মেগা ফাইনালে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পঞ্জাব কিংস। বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ারের দলের দ্বৈরথ দেখতে মুখিয়ে রয়েছে ক্রিকেট প্রেমিরা। (Photo Courtesy- AP)
advertisement
2/6
কিন্তু মেগা ফাইনালের মজাও কি মাটি হতে পারে? কারণ হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী ফাইনালেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ম্যাচ শুরু কিছুটা বিলম্বিত হতে পারে বৃষ্টির কারণে। (Photo Courtesy- AP)
advertisement
3/6
আহমেদাবাদে প্রতি ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা জানানো হয়েছে। সন্ধ্যা ৬:০০ টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৫১%। তবে সন্ধ্যা ৭:০০ টায় তা কমে এসে দাঁড়াচ্ছে ৫%। রাত ৮:০০ থেকে রাত ১১:০০ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা মাত্র ২%। (Photo Courtesy- AP)
advertisement
4/6
তবে মেগা ফাইনালের জন্য একটি রিজার্ভ ডে রাখা হয়েছে। মঙ্গলবারে যদি বৃষ্টির কারণে খেলা না হয় তাহলে বুধবার হবে ম্যাচ। তবে মঙ্গলবার নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ২ ঘণ্টা অপেক্ষা করা হবে ম্যাচ শেষ করার জন্য। (Photo Courtesy- AP)
advertisement
5/6
বুধবার কমপক্ষে ৫ ওভার করে হলেও ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে। সেক্ষেত্রে রিজার্ভ ডে -তে ম্যাচ যাবে না। কিন্তু তাও যদি না হয় তাহলে মঙ্গলে যত ওভার খেলা হবে বুধবার তারপর থেকে ফের পুরো ম্যাচ করার চেষ্টা করা হবে। (Photo Courtesy- AP)
advertisement
6/6
কিন্তু এমন একটি সম্ভাবনাও রয়েছে যেখানে ফাইনাল ম্যাচ না খেলেই চ্যাম্পিয়ন হতে পারে পঞ্জাব। স্বপ্নভঙ্গ হতে পারে আরসিবির। তারজন্য মঙ্গল ও বুধ দুদিনই খেলা বৃষ্টির জন্য ভেস্তে যেতে হবে। তাহলে গ্রুপ পর্বে টপ করার কারণে চ্যাম্পিয়ন হবে পঞ্জাব। (Photo Courtesy- AP)