Kylian Mbappe: মেসি দলের বাইরে, সেই সুযোগে ইতিহাস গড়ে ফেললেন এমবাপে
- Published by:Sudip Paul
Last Updated:
Kylian Mbappe: মেসিকে ছাড়াই কুপে দ্য ফ্রান্স প্রতিযোগিতায় দ্বিতীয় রাউন্ডের ম্যাচে পায়েস দ্য ক্যাসলের বিরুদ্ধে দল সাজিয়েছিলেন পিএসজি কোচ। সেই ম্যাচে নতুন রেকর্ড গড়লেন কিলিয়ান এমবাপে।
advertisement
1/5

এমবাপে, নেইমার থাকলেও দলের বাইরে ছিলন লিওনেল মেসি। কুপে দ্য ফ্রান্স প্রতিযোগিতায় দ্বিতীয় রাউন্ডের ম্যাচে পায়েস দ্য ক্যাসলকে ৭-০ গোলে হারাল পিএসজি। একাই ৫ গোল করলেন কিলিয়ান এমবাপে।
advertisement
2/5
২৯ মিনিটে প্রথম গোল করেন এমবাপ্পে। নুনো মেন্ডেজের ক্রস থেকে পাওয়া বল ডান পায়ের শটে জালে জড়ান ফরাসি তারকা। এরপর ৩৪ ও ৪০তম মিনিটে আরও দুই গোল করে হ্যাটট্রিক করেন কাতার বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরার।
advertisement
3/5
দ্বিতীয়ার্ধে ৫৬ ও ৭৯ মিনিটে আরও দুটি গোল করে পাঁচ গোল করে ফেলেন ২৪ বছর বয়সী এই ফরাসী তারকা। মেসির অনুপস্থিতিতে কার্যত এমবারে ঝড় দেখল ফুটবল বিশ্ব। ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন এমবাপে।
advertisement
4/5
পিএসজির হয়ে প্রথম কোনও ফুটবলার এক ম্যাচে ৫ গোল করলেন। এমবাপের দাপটে মেসির অভাব বুঝতেই পারল না ফরাসি ক্লাব। এর আগে মেসিও বার্সেলোনায় থকাকালীন এক ম্যাচে ৫ গোল করার নজির গড়েছিলেন।
advertisement
5/5
এমবাপের ৫টি গোল ছাড়াও ম্যাচের ৩৩ মিনিটে একটি গোল করেন নেইমার। ৬৪ মিনিটে একটি গোল করেন কার্লোস সোলের। এই জয়ের ফলে প্রতিযোগিতার প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল পিএসজি। তাদের পরের ম্যাচ ৮ ফেব্রুয়ারি। মার্সেইলির বিরুদ্ধে।