TRENDING:

IPL 2021 Play Offs: প্লে অফে প্রায় পাকা কেকেআর, কতটা আশা মুম্বাইয়ের? আইপিএল-এর শেষ চারের অঙ্ক

Last Updated:
মুম্বাই আজ হায়দ্রাবাদের বিরুদ্ধে জিতে হয়তো পয়েন্টের নিরিখে কলকাতাকে ছুঁতে পারবে৷ কিন্তু রান রেটের হিসেবে এগিয়ে থেকে শেষ চারে চলে যাবে শাহরুখ খানের দলই (Probable standings of IPL 2021 Play Offs)৷
advertisement
1/8
প্লে অফে প্রায় পাকা কেকেআর, কতটা আশা মুম্বাইয়ের? আইপিএল-এর শেষ চারের অঙ্ক
আজ একটা দল হিসেবে খেলেছে কলকাতা নাইট রাইডার্স
advertisement
2/8
আজ রাতে আইপিএল একই সময়ে সন্ধে সাড়ে সাতটা থেকে দু'টি ম্যাচ৷ একদিকে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স, অন্যদিকে দিল্লি ক্যাপিটালস খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে৷ (IPL Photo)
advertisement
3/8
আজকের ম্যাচে হেরে গেলেও এক নম্বর স্থানেই থাকবে দিল্লি ক্যাপিটালস৷ কারণ পয়েন্টের হিসেবে তারা বাকি দলগুলির ধরাছোঁয়ার বাইরে৷ Photo -File
advertisement
4/8
ধোনির চেন্নাই সুপার কিংগসেরও দ্বিতীয় স্থানে থাকা একরকম পাকা৷ খুব বেশি হলে তাদের আর আরসিবি-র পয়েন্ট সমান হতে পারে৷ কিন্তু সিএসকে-র রানে রেট এতটাই ভালো যে তাদের তিন নম্বরে নেমে আসার সম্ভাবনা প্রায় নেই৷
advertisement
5/8
রাজস্থানের বিরুদ্ধে জিতে কলকাতা পঞ্জাবের শেষ চারে যাওয়ার আশাতেও জল ঢেলে দিয়েছে৷ রাজস্থানেরও আর প্লে অফ খেলার সুযোগ থাকল না৷ রাজস্থান সাত নম্বরে আর পঞ্জাব টেবিলের পাঁচ নম্বরে শেষ করতে পারে৷
advertisement
6/8
মুম্বাই আজ হায়দ্রাবাদের বিরুদ্ধে জিতে হয়তো পয়েন্টের নিরিখে কলকাতাকে ছুঁতে পারবে৷ কিন্তু রান রেটের হিসেবে এগিয়ে থেকে শেষ চারে চলে যাবে শাহরুখ খানের দলই৷
advertisement
7/8
প্লে অফ খেলার জন্য মুম্বাইয়ের সামনে যে অঙ্ক রয়েছে, তা শুধু কঠিনই নয়, কার্যত অসম্ভব৷ টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মুম্বাই প্রথমে ব্যাট করলে তাদের অন্তত ২২০ তুলতে হবে৷ আর জয়ের ব্যবধান হতে হবে অন্তত ১৭০ রানের৷ আবার প্রথমে বল করলে হায়দ্রাবাদকে ৫০ রানের মধ্যে অল আউট করে তিন ওভারের মধ্যে সেই রান তুলতে হবে মুম্বাইকে৷ তাতেও রান রেটে কেকেআর-কে ছোঁয়া মুশকিল হবে রোহিত শর্মার দলের৷
advertisement
8/8
আপাতত একটি বিষয় পরিষ্কার, ফাইনাল খেলার জন্য কোয়ালিফায়ার ওয়ানে দিল্লি এবং চেন্নাইয়ের মধ্যে লড়াই হতে চলেছে৷ আর এলিমিনেটরে মুখোমুখি হবে কলকাতা এবং ব্যাঙ্গালোর৷
বাংলা খবর/ছবি/খেলা/
IPL 2021 Play Offs: প্লে অফে প্রায় পাকা কেকেআর, কতটা আশা মুম্বাইয়ের? আইপিএল-এর শেষ চারের অঙ্ক
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল