Prithvi Shaw: আইপিএলে আনসোল্ড পৃথ্বী ! তরুণ তুর্কীর পরিণতি নিয়ে মুখ খুললেন প্রাক্তন কোচ, তুলনা টানলেন যশস্বীর সঙ্গেও
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Prithvi Shaw's Former Coach Reveals Why Star Opener Went Unsold: একসময় পৃথ্বীকে কোচিং করিয়েছেন জাওয়ালা সিং। নিলামে দল না পাওয়া নিয়ে এবার মুখ খুলেছেন তিনি। তাঁর মতে, পৃথ্বীর পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব ছিল।
advertisement
1/6

ধুমকেতুর মতো উত্থান। রকেট বাজির মতো পতন। গোঁত্তা খেতে খেতে মুখ থুবড়ে সোজা মাটিতে। টিম ইন্ডিয়া তাঁকে ছেঁটে ফেলেছিল আগেই। এবার আইপিএলেও তাই হল। অবিক্রিত থেকে গেলেন পৃথ্বী শ। এ যেন ভারতীয় ক্রিকেটের অন্যতম তরুণ তুর্কীর কেরিয়ারের মহানাটকীয় যবনিকা পতন।
advertisement
2/6
২০১৮ সালের জানুয়ারি মাস। পৃথ্বীর নেতৃত্বে বিশ্বকাপ জেতে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল। সেই বছরই আইপিএলে দিল্লি ক্যাপিটালসে জায়গা পান। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে পঞ্জাব কিংসের (তৎকালীন কিংস ইলেভেন পঞ্জাব) বিরুদ্ধে অভিষেক ম্যাচে ১০ বলে করেন ২২ রান। পরের ম্যাচে কেকেআর-এর বিরুদ্ধে খেলেন ৪৪ বলে ৬২ রানের ঝকঝকে ইনিংস।
advertisement
3/6
পৃথ্বীর অশ্বমেধের ঘোড়া টগবগিয়ে ছুটতে শুরু করে। দিল্লি ক্যাপিটালসের নিয়মিত সদস্য হয়ে ওঠেন মুম্বইয়ের ডানহাতি ব্যাটার। সাত মরশুমে দিল্লির জার্সিতে ৭৯টি ম্যাচ খেলেছেন পৃথ্বী। করেছেন ১৮৯২ রান। কিন্তু ২০২৫-এর আইপিএলের মেগা নিলামে অবিক্রিত থেকে গেলেন। কোনও দলই কেনেনি তাঁকে। পৃথ্বীর এহেন পরিণতিতে অবাক প্রাক্তন ক্রিকেটাররা।
advertisement
4/6
একসময় পৃথ্বীকে কোচিং করিয়েছেন জাওয়ালা সিং। নিলামে দল না পাওয়া নিয়ে এবার মুখ খুলেছেন তিনি। তাঁর মতে, পৃথ্বীর পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব ছিল। এটাই বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। জাওয়ালা বলেন, “পৃথ্বী ২০১৫ সালে আমার কাছে আসেন। তিন বছর ছিলেন। পরের বছর অনূর্ধ্ব-১৯ কোচবিহার ট্রফি খেলেছিলেন। বড় রানও করেছিলেন। আমিও ওঁর জন্য প্রচুর খেটেছি। পৃথ্বী শুরু থেকেই প্রতিভাবান। তবে পুরো কৃতিত্ব আমার নয়। অনেক কোচ ওঁর জন্য কাজ করেছেন। তবে সেই সময় শুধু আমি ছিলাম। এরপর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেন পৃথ্বী। আমার কোনও ছাত্র এই পর্যায়ে খেলছে, খুব উচ্ছ্বসিত ছিলাম। কিন্তু তারপর থেকে আমি আর পৃথ্বীকে দেখিনি। সেটা ছিল ২০১৭, আর এখন ২০২৪, আমার কাছে আর আসেননি।”
advertisement
5/6
যশস্বী জয়সওয়ালও জাওয়ালার ছাত্র। পৃথ্বীর সঙ্গে তাঁর তুলনাও টেনেছেন তিনি। যশস্বী কীভাবে সাফল্যের শিখরে পৌঁছে গেলেন আর পৃথ্বীকে এখনও কেন লড়াই করতে হচ্ছে, তার ব্যাখ্যাও করেছেন। জাওয়ালার কথায়, “প্রতিভা একটা বীজ। সেটাকে গাছে পরিণত করতে ধারাবাহিকতা চাই। সেই ধারাবাহিকতা আপনার জীবনযাপন, শৃঙ্খলা, ওয়ার্ক এথিকস থেকে আসে। আমার মনে হয় পৃথ্বীর মধ্যে ধারাবাহিকতার অভাব রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে হলে সবসময় নিজের খেলায় উন্নতি করতে হয়। সচিন তেন্ডুলকর করেছেন। শুধু খেলা নয়, ফিটনেস এবং মানসিকতার উপরেও কাজ করেছেন।”
advertisement
6/6
এরপর যশস্বীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, “পরিশ্রম এবং ওয়ার্ক এথিকস থেকে দূরে চলে গেলে পতন অনিবার্য। আমি মনে করি, এটাই খেলোয়াড়দের ব্যর্থতার কারণ। যশস্বীর ওয়ার্ক এথিকসের কোনও তুলনা হয় না। কঠোর পরিশ্রম করেন। জানেন, তাঁকে কী করতে হবে। এটাই মূল পার্থক্য।”