Ind vs WI 2nd ODI: কেকেআর পেসারকে খেলতে ল্যাজে-গোবরে অবস্থা ক্যারিবিয়ানদের, ধুঁকছে উইন্ডিজ
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Prasidh Krishna vs West Indies: পাঁচ ওভারে চার রান দিয়ে তিন উইকেট। প্রসিদ্ধ কৃষ্ণাকে খেলতে ল্যাজে-গোবরে অবস্থা ক্যারিবিয়ানদের।
advertisement
1/5

পাঁচ ওভারে ৪ রান, তিন উইকেট। এর পর আর কিছুই বলে দিতে হয় না। কেকেআর স্পিনার প্রসিদ্ধ কৃষ্ণাকে খেলতে ল্যাজে-গোবরে অবস্থা ক্যারিবিয়ানদের।
advertisement
2/5
এদিন প্রথমে ব্যাট করে ভারতীয় দল তোলে ২৩৭ রান। জবাবে ক্যারিবিয়ান দল প্রথম থেকেই স্লো খেলছে। প্রসিদ্ধ কৃষ্ণা, যুজবেন্দ্র চাহালদের দাপটে সেভাবে রান তুলতে পারছেন না উইন্ডিজ ব্যাটাররা।
advertisement
3/5
এমনিতেই স্পিনে এলার্জি ক্যারিবিয়ানদের। আহমেদাবাদের উইকেট আবার স্পিন সহায়ক। এই উইকেটের ফায়দা তুলছেন প্রসিদ্ধ কৃষ্ণা। এখনও পর্যন্ত তিন উইকেট তুলে নিয়েছেন তিনি।
advertisement
4/5
ব্র্যান্ডন কিং, ড্যারেন ব্রাভোদের তুলে উইন্ডিজ দলের টপ অর্ডারকে বড় ধাক্কা দেন প্রসিদ্ধ। এর পর ক্যাপ্টেন নিকোলাস পুরানকেও আউট করেন। তিনি।
advertisement
5/5
মাত্র ৭৬ রানে অর্ধেক ক্যারিবায়ন দল প্যাভিলিয়নে ফিরেছে।২৩৭ রান তাড়া করতে নেমে চাপে পড়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আজ জিতলে ভারতীয় দল ওয়ান ডে সিরিজ জিতে নেবে।