TRENDING:

নরেন্দ্র মোদিকে 'মেসি'-র বিশেষ উপহার, প্রধানমন্ত্রীকে কী দিল বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা

Last Updated:
গত বছর ১৮ ডিসেম্বর কাতারে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। আর্জেন্টিনা কাতারে ফুটবল বিশ্বকাপ জেতার পর মেসির দলকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার আর্জেন্টিনা থেকে বিশেষ উপহার পেলেন মোদি।
advertisement
1/6
নরেন্দ্র মোদিকে 'মেসি'-র বিশেষ উপহার, প্রধানমন্ত্রীকে কী দিল আর্জেন্টিনা
ক্রীড়া ক্ষেত্রে পিএম মোদীর উৎসাহের কথা সকলেরই জানা। ক্রীড়া ক্ষেত্রে দেশের সাফল্যে সরাসরি ক্রীডা ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলা, তাদের মনের জোর বাড়ানো থেকে সফল্যের জন্য যথাসাধ্য ব্যবস্থা করার চেষ্টা করেন মোদী। যেই দৃশ্য অলিম্পিকব, কমনওয়েলথ সহ একাধিক ক্ষেত্রে দেখেছে দেশবাসী।
advertisement
2/6
গত বছর ১৮ ডিসেম্বর কাতারে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। আর্জেন্টিনা কাতারে ফুটবল বিশ্বকাপ জেতার পর মেসির দলকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
advertisement
3/6
ট্যুইটারে নরেন্দ্র মোদী লিখেছিলেন,'এটি ফুটবলের সব থেকে রোমাঞ্চকর ম্যাচ হিসাবে স্মরণীয় হয়ে থাকবে। ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য আর্জেন্টিনাকে অনেক অভিনন্দন। প্রতিযোগিতায় তারা দুর্দান্ত খেলেছে। আর্জেন্টিনা এবং মেসির সাফল্যে উচ্ছ্বসিত লাখ লাখ ভারতীয় ভক্ত।'
advertisement
4/6
এবার মেসির দেশ থেকে উপহার এল মোদীর জন্য। আর মোদীর জন্য উপহার হিসেবে আর্জেন্টিনা থেকে পাঠানো হয়েছে লিওনেল মেসির জার্সি। এমন উপহার পেয়ে খুশি হয়েছেন প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ছবি।
advertisement
5/6
আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের অন্যতম স্পনসর সে দেশের রাষ্ট্রায়ত্ত্ব বিদ্যুৎ সংস্থা ওয়াইপিএফ। ভারতে উদযাপন করা হচ্ছে শক্তি সপ্তাহ। সেই সংক্রান্ত অনুষ্ঠানের অতিথি হিসাবে ভারতে এসেছেন ওয়াইপিএফের শীর্ষ কর্তা পাবলো গঞ্জালেস। তিনিই মোদীর হাতে তুলে দিয়েছেন মেসির জার্সি।
advertisement
6/6
মেসির জার্সি হাতে শুধু মোদীর ছবি নয়, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকেও দেখা যায় মেসির জার্সি হাতে। যেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে সময় লাগেনি।
বাংলা খবর/ছবি/খেলা/
নরেন্দ্র মোদিকে 'মেসি'-র বিশেষ উপহার, প্রধানমন্ত্রীকে কী দিল বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল