Virat Kohli House: যেন রাজবাড়ি! অনুষ্কার সঙ্গে এই আলিশান ফ্ল্যাটে থাকেন কিং কোহলি, দেখুন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
মুম্বইয়ের ওরলিতে এই ফ্ল্যাট। বিরাট-অনুষ্কার অন্দরমহলের ছবি দেখুন।
advertisement
1/5

কিং কোহলি। বাস্তবেও তিনি রাজার মতো থাকেন। ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি যে ফ্ল্যাটে থাকেন সেটি রাজবাড়ির মতোই। কিং সাইজের ফ্ল্যাট। চারটি বেডরুম রয়েছে। একটি বড় হলঘর। সেই ফ্ল্যাটের দাম ৩৪ কোটি টাকা।
advertisement
2/5
বিরাট ও অনুষ্কা মুম্বইয়ের ওরলির ফ্ল্যাটে থাকেন। সেই ফ্ল্যাটের নাম 'Omkar 1973'। বিয়ের পর দুজনে সেখানে শিফট হয়েছেন।
advertisement
3/5
উডেন ফ্লোর। উডেন মডার্ন ফার্নিচার রয়েছে সেই ফ্ল্যাটে। 'Omkar 1973'। অ্যাপার্টমেন্টের ৩৫ তম ফ্লোরে থাকেন বিরুষ্কা। এই ফ্ল্যাটের লিভিং রুম বিশাল বড়।
advertisement
4/5
ফ্ল্যাটের ব্য়ালকনি থেকে আরব সাগরের ভিউ পাওয়া যায়। বিরুষ্কা উত্সবের মরশুমে এই ব্যালকনি থেকে ছবি শেয়ার করেন।
advertisement
5/5
অনুষ্কা শর্মার বাগান করার শখ। আর এই ফ্ল্যাটে গার্ডেনিং-এর জায়গা রয়েছে। সেইসঙ্গে যোগাসন করার জন্যও অনুষ্কার একটি নির্ধারিত জায়গা রয়েছে।