Bangladesh : ‘ভাইজান’ কে পাশে পেয়ে গেল বাংলাদেশ! আরও এক দেশ তা হলে বিশ্বকাপ খেলবে না! ভারতকে চাপে রাখার ছক!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Bangladesh : তা হলে বাংলাদেশের মতো আরও এক দেশ ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে আসছে না! পরিস্থিতি তো সেদিকেই এগোচ্ছে! বিশ্বকাপ যত এগিয়ে আসছে, ততই বাড়ছে জটিলতা।
advertisement
1/6

তা হলে বাংলাদেশের মতো আরও এক দেশ ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে আসছে না! পরিস্থিতি তো সেদিকেই এগোচ্ছে! বিশ্বকাপ যত এগিয়ে আসছে, ততই বাড়ছে জটিলতা।
advertisement
2/6
এবার ভাইজান-কে পাশে পেয়ে গেল বাংলাদেশ! এবার বাংলাদেশের জন্য নাকি পাকিস্তানের উথলে উঠছে দরদ! আর তাই তারাও নাকি বিশ্বকাপের প্রস্তুতি বন্ধ করে দিল এবার।
advertisement
3/6
পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, পিসিবির নির্দেশে পাকিস্তান ক্রিকেট দল এবার বিশ্বকাপের প্রস্তুতি বন্ধ করেছে। মনে করা হচ্ছে, বিসিবি আর পিসিবি মিলে বিসিসিআই ও আইসিসিকে চাপে রাখার চেষ্টা করছে।
advertisement
4/6
বিশ্বকাপের প্রস্তুতি কি তা হলে বন্ধই থাকবে সলমান আঘাদের! সেই বিষয়ে পিসিবি এখনও তাঁদের কিছু বলেনি বলে খবর। খুব শীঘ্রই পিসিবির তরফে পাক ক্রিকেটারদের পরবর্তী নির্দেশ দেওয়া হবে।
advertisement
5/6
পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, পিসিবি নাকি চাইছে আসন্ন টি২০ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ নিজেদের দেশের মাটিতে আয়োজন করতে। ইতিমধ্যেই পাকিস্তান বোর্ডের সঙ্গে বাংলাদেশ সরকার যোগাযোগ করেছে বলেও খবর।
advertisement
6/6
মহম্মদ ইউনুস সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের হৃদ্যতা যে বেড়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। তার প্রমাণও পাওয়া গিয়েছে বিস্তর। এরই মধ্যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না বলে জানায়। তারা নিরাপত্তজনিত কারণ দেখায়। তবে আইসিসি-র দাবি, বিসিবি মুখেই বলছে নিরাপত্তার অভাবের কথা। বাস্তবে কোনও যুক্তি দেখাতে পারছে না।