Pakistan : 'বিশ্বকাপ খেলব না' বলে হুমকি! বাংলাদেশকে উস্কানি, সব শেষে বিশ্বকাপের আগে পাকিস্তান যা করল, হাসাহাসি চারপাশে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
T20 World Cup 2026 : বিশ্বকাপে ‘এ’ গ্রুপে রয়েছে পাকিস্তান। তাদের সব ম্যাচই শ্রীলঙ্কায়। পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলতে একই গ্রুপে থাকা আরেক আয়োজক দেশ ভারতও শ্রীলঙ্কায় খেলবে। পাকিস্তান যদি ফাইনালে ওঠে, তা হলে শিরোপা নির্ধারণী ম্যাচও হবে সেখানেই।
advertisement
1/6

বিশ্বকাপ খেলব না, প্রথমে এমন হুমকি, তার পর বাংলাদেশকেও উস্কানি। কিন্তু এত কিছুর পর পাকিস্তান যে কাজটা করে বসে আছে, জানাজানি হতেই হাসাহাসি চারপাশে।
advertisement
2/6
নিরাপত্তা ইস্যুতে ভারতে বিশ্বকাপ না খেলতে চাওয়ার অনড় অবস্থানের কারণে বাংলাদেশকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে আইসিসি। বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান, এমন খবরও শোনা যাচ্ছিল চারপাশে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসীন নাকভিও তেমন ইঙ্গিত দিয়েছিলেন। তবে সব হম্বিতম্বি মাঠে মারা গেল।
advertisement
3/6
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর নাকভি জানিয়েছিলেন, বিশ্বকাপে তারা খেলবে কি না তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী শুক্র থেকে সোমবারের মধ্যেই জানাবে পিসিবি। এরই মধ্যে পাকিস্তানের সংবাদমাধ্যম টেলিকম এশিয়া স্পোর্টস জানিয়েছে, শ্রীলঙ্কা যাওয়ার জন্য ফ্লাইটের টিকিট বুকিং করে ফেলেছে পাকিস্তান।
advertisement
4/6
বিশ্বকাপে ‘এ’ গ্রুপে রয়েছে পাকিস্তান। তাদের সব ম্যাচই শ্রীলঙ্কায়। পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলতে একই গ্রুপে থাকা আরেক আয়োজক দেশ ভারতও শ্রীলঙ্কায় খেলবে। পাকিস্তান যদি ফাইনালে ওঠে, তা হলে শিরোপা নির্ধারণী ম্যাচও হবে সেখানেই।
advertisement
5/6
আপাতত অস্ট্রেলিয়ার সঙ্গে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলছে পাকিস্তান। এই সিরিজ শেষ হলে আগামী সোমবার অস্ট্রেলিয়ার সঙ্গে লাহোর থেকে কলম্বোর উদ্দেশ্যে রওনা দেবে তারা। এশিয়া স্পোর্টস-এর সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে।
advertisement
6/6
জানা যাচ্ছে, পিসিবি ক্রিকেটারদের বিশ্বকাপে খেলার জন্য ইতিবাচক মনোভাব রাখতে বলেছে। এমনকী খাইবার পাখতুনখাওয়া থেকে খেলা কিছু ক্রিকেটার ইতিমধ্যে ব্যাগ গুছিয়ে এসেছেন বলেও জানা যাচ্ছে।