Pakistan : বুদ্ধি করে খেলছে পাকিস্তান! ভারতকে 'বদনাম' করার ফন্দি তৈরি! ১০ ফেব্রুয়ারি টি-২০ বিশ্বকাপে এবার যা হবে, ভাবতে পারবেন না
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
T-20 World Cup 2026 : সংশ্লিষ্ট মহল অবশ্য মনে করছে, পাকিস্তান এবার অন্য ফন্দি এঁটে ফেলেছে। তারা যে কোনওভাবে ১০ ফেব্রয়ারি ভারতের সঙ্গে টি-২০ বিশ্বকাপের ম্যাচ বয়কট করার ষড়ষন্ত্র করছে! তবে সেই কাজটা এত সহজে তারা আর করতে পারবে না।
advertisement
1/6

আগামী শুক্রবার বা সোমবার পাকিস্তান ফাইনালি জানিয়ে দেবে, তারা এবারের টি-২০ বিশ্বকাপে খেলবে কি না! অর্থাৎ, এখনও বুদ্ধি করে খেলে যাচ্ছে তারা! পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি এখনও ফন্দি এঁটে চলেছেন।
advertisement
2/6
সংশ্লিষ্ট মহল অবশ্য মনে করছে, পাকিস্তান এবার অন্য ফন্দি এঁটে ফেলেছে। তারা যে কোনওভাবে ১০ ফেব্রয়ারি ভারতের সঙ্গে টি-২০ বিশ্বকাপের ম্যাচ বয়কট করার ষড়ষন্ত্র করছে! তবে সেই কাজটা এত সহজে তারা আর করতে পারবে না।
advertisement
3/6
‘টেলিকম এশিয়া স্পোর্ট’-এর একটি প্রতিবেদন বলছে, পাকিস্তান এখন অপেক্ষার খেলা খেলবে। পাকিস্তানের বিশ্বকাপে প্রথম দু’টি ম্যাচ ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডস এবং ১০ ফেব্রুয়ারি আমেরিকার বিরুদ্ধে। খুব বড় অঘটন না হলে পাকিস্তান সুপার এইটে উঠে যাবে। আর তখনই তারা ভারতের বিরুদ্ধে ম্যাচ নিয়ে ঝামেলা পাকাতে পারে।
advertisement
4/6
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ১৫ ফেব্রুয়ারি। পাকিস্তান সুপার এইট নিশ্চিত করে ফেললে ওই ম্যাচ খেলা নিয়ে টালবাহানা করতে পারে বলে মনে করা হচ্ছে। এমনকী বিশ্বকাপ চলাকালীনই পাকিস্তান আইসিসির কাছে চিঠি লিখতে পারে বলেও মনে করা হচ্ছে।
advertisement
5/6
এমনিতেই অনেকে বলছেন, বাংলাদেশকে গাছে তুলে মই কেড়ে নিয়েছে পাকিস্তান। প্রথমে বাংলাদেশকে তারা বিশ্বকাপে না খেলার জন্য উস্কানি দিতে থাকে। বাংলাদেশের সঙ্গে তারাও বিশ্বকাপ বয়কট করবে বলে হিড়িক তোলে। তবে শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে যায় বাংলাদেশ।
advertisement
6/6
এখনও অবশ্য পিসিবি প্রধান নকভি দাবি করছেন, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ায় তারা ক্ষুব্ধ। এমনকী পাক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথাও উল্লেখ করেছেন তিনি। জানিয়েছেন, আগামী শুক্র বা সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পাকিস্তান।