Sourav Ganguly: পরের আইপিএলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের চাকরি থাকছে কি? জানিয়ে দিল দিল্লি ক্যাপিটালস
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Sourav Ganguly: আইপিএল ২০২৩-এ দিল্লির হতাশাজনক পারফরম্যান্সের পর প্রশ্ন উঠে গিয়েছিল কোচ রিকি পন্টিং ও ডিরেক্ট অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়েয়ের চাকরি নিয়েও। আগামি মরশুমে তাদের রাখা হবে না বলে জল্পনা শুরু হয়।
advertisement
1/6

আইপিএল ২০২৩-এ একেবারেই আশানরুপ পারফরম্যান্স করতে পারে দিল্লি ক্যাপিটালস দল। ১০ দলের প্রতিযোগিতায় ৯ নম্বরে শেষ করেছিল রিকি পন্টিং ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল।
advertisement
2/6
প্রতিযোগিতার শুরুতেই পরপর ৫টি ম্যাচে হারের মুখ দেখতে হয়েছিল দিল্লি ক্যাপিটালসকে। ১৪টি ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে হায়দরাবাদের উপরে মরশুম শেষ করে রাজধানীর দল।
advertisement
3/6
দলের এমন হতাশাজনক পারফরম্যান্সের পর প্রশ্ন উঠে গিয়েছিল কোচ রিকি পন্টিং ও ডিরেক্ট অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়েয়ের চাকরি নিয়েও। আগামি মরশুমে তাদের রাখা হবে না বলে জল্পনা শুরু হয়।
advertisement
4/6
অবশেষে যাবতীয় জল্পনার অবসান ঘটালেন দিল্লি ক্যাপিটালসের মালিক পার্থ জিন্দাল। সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন পরের মরশুমেও পন্টিং ও সৌরভের উপরই আস্থা রাখছেন দিল্লি ফ্র্যাঞ্চাইজি।
advertisement
5/6
ট্যুইটারে পার্থ জিন্দাল লেখেন,“পরের বছরের আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। সৌরভ এবং পন্টিংয়ের অধীনে। এই দলটাকে যেখানে দেখতে চাই, সেই জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া আমাদের দায়িত্ব। দিল্লিকে আবার শীর্ষে নিয়ে যেতে চাই।”
advertisement
6/6
প্রসঙ্গত, এই বছর দুর্ঘটনার কবলে পড়ার জন্য দলের অধিনায়ক ঋষভ পন্থকে পায়নি দিল্লি ক্যাপিটালস। পরের বছর ঋষভ ফিরতে পারেন। ফলে এবাপেপ হতাশা ভুলে পরের বছরের কাজ এখন থেকেই শুরু করে দিয়েছেন সৌরভ-পন্টিংরা।